প্রতিনিধি, বিশালগড়,। কমলাসাগর বিধানসভার কোনাবন কলোনি উচ্চ বিদ্যালয়ে ইকো ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরা দেব সরকার। এছাড়া ছিলেন জেলা শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সুব্রত চৌধুরী, বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা, এসএমসি চেয়ারম্যান সমীর সরকার,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীবাস দাস প্রমুখ। এদিনের অনুষ্ঠানে স্কুলের ইকো ক্লাবের পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়া শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিধায়ক অন্তরা দেব সরকার বলেন রাজ্য সরকার গুনগত শিক্ষায় জোর দিয়েছে। একসময় শুধু পার্টির ক্যাডারদের শিক্ষকতার চাকরি দেওয়া হয়েছে। বর্তমানে টেট পরিক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিভাবকদের তিনি বলেন স্কুলে নিয়মিত যোগাযোগ রাখার জন্য। মিড ডে মিল নিরিক্ষণ করার জন্য। নিজের সন্তানের পড়াশোনার বিষয়ে শিক্ষকদের সাথে আলোচনা করার জন্য।
118
previous post
রাজ্যভিত্তিক যোগা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পশ্চিম জেলা
next post