
প্রতিনিধি, বিশালগড়, ২৯ এপ্রিল।।
সার্বিক বিকাশ তখনই সম্ভব যখন সর্বক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে। তা উপলব্ধি করেছেন বিশালগড়ের নবনির্বাচিত বিধায়ক সুশান্ত দেব। তাই সর্বক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার মাধ্যমে পরিষেবার মানোন্নয়ন ঘটাতে নিজ নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন তিনি। শুক্রবার দুপুরে মিড ডে মিল প্রকল্পের সঠিক বাস্তবায়ন হচ্ছে কি-না তা পরখ করতে ছুটে যান চন্দ্র নগর হাই স্কুলে। মিড ডে মিলে অনিয়ম চোখে পড়ে বিধায়কের। ম্যানুতে ছিল সবজি। কিন্তু রান্না করা হয়েছে আলু ভর্তা। এতে অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক সুশান্ত দেব। তিনি মিড ডে মিলে দায়িত্বপ্রাপ্তদের বলেন কোন অনিয়ম চলবে না। ছাত্র ছাত্রীদের জন্য সরকার টাকা খরচ করছে। এই প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে রান্না ঘরে স্বাস্থ্যকর পরিবেশ থাকতে হবে। রান্নার কাজ যারা করেন তাদের রান্নার পোশাক পরিধান করতে হবে। এদিন শিক্ষার্থীদের জন্য রান্না করা খাবার আস্বাদন করেন বিধায়ক সুশান্ত দেব। সেই সঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বারদের বলেন নিয়মিত নজরদারি রাখার জন্য। এছাড়া স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন বিধায়ক। ছাত্র ছাত্রীদের পঠনপাঠন সহ যাবতীয় পরিষেবা যাতে সঠিক থাকে সেই বিষয়ে গুরুত্বারোপ করেন বিধায়ক সুশান্ত দেব। তিনি সাংবাদিকদের জানান সর্বক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য যাবতীয় প্রয়াস জারি রয়েছে। উন্নয়ন মূলক কাজ হোক সরকারি প্রকল্পের বাস্তবায়ন সবক্ষেত্রেই নিজে পরিদর্শন করে সমস্যা সমাধানের চেষ্টা করছেন। আগামী দিনে এই প্রয়াস জারি থাকবে বলে জানান তিনি।