Home » প্রধানমন্ত্রী শুভানিধী প্রকল্পে উপকৃত এক মহিলা ব্যবসায়ী

প্রধানমন্ত্রী শুভানিধী প্রকল্পে উপকৃত এক মহিলা ব্যবসায়ী

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

প্রধানমন্ত্রী শুভানিধী প্রকল্পে উপকৃত হয়েছে ফুটপাতে ব্যবসায়ী করা এক গ্রামীণ মহিলা । কাকরাবন বিধানসভা কেন্দ্রের দুধ পুষ্করিনী শীতলাবাড়ি এলাকার বাসিন্দা কবিতা দেবনাথ দীর্ঘ বহু বছর ধরে উদয়পুর জামতলা এলাকায় ছোট্ট একটি চায়ের দোকান চালিয়ে কোনক্রমে সংসার চালাচ্ছেন । তার মধ্যে কিছু টাকার প্রয়োজন হয়ে পড়ে ব্যবসার কারণে । ব্যাংক থেকে ব্যক্তিগত লোন নিয়ে সেই লোন পরিশোধ করার মতো তার ক্ষমতা পর্যন্ত নেই । দেশের প্রধানমন্ত্রী শুভানিধী প্রকল্পটি চালু করার খবর যখন তিনি পেয়েছেন সে সময় ব্যাংকের সাথে যোগাযোগ করে এবং এই প্রকল্পে দ্বারা একটি লোন তিনি ব্যাংক থেকে নিয়েছেন । জানা যায় , করোণার কঠিন সময়ে দেশ একজোট হয়ে মহামারীর বিরুদ্ধে লড়াই করছে এবং তার সাথে দেশবাসীর সমস্যা লাঘব করার জন্য নিরন্তর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার । দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পিএম স্বনিধি যোজনা শুরু করেছে যা লক্ষ লক্ষ ছোট ব্যবসায়ীদেরকে সংকটকালীন সময়ে সহায়তা প্রদানের কাজ করেছে । এই যোজনার মাধ্যমে নিজেদের ব্যবসার সাথে যুক্ত কাজের জন্য সহজে ঋণ প্রদানের ব্যবস্থা করা হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য । এখনো পর্যন্ত দেশের সব শহরে সংস্থাগুলো এবং বিভিন্ন ব্যাংকের প্রয়াসের ফলস্বরূপ প্রায় ২৮ লক্ষ ঋণ বন্টন করা হয়েছে এবং সর্বশেষ পাওয়া আবেদনগুলি স্বীকৃতি দানের লক্ষ্যে দ্রুত গতিতে কাজ চলছে । জানা যায় প্রধানমন্ত্রী স্বনিধি এ যোজনায় যুক্ত হওয়ার আরেকটি লাভ হচ্ছে প্রথম ঋণের পরিশোধের পর ব্যাংক থেকে অধিক রাশির দ্বিতীয় ঋণও সহজ ভাবেই পেয়ে যায় ব্যবসায়ীরা ।‌ প্রথম ঋণের পর দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ক্রমশ কুড়ি হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রগতির সহায়ক হয় । রাজপথে হকারদের নিজেদের প্রতিদিনের কাজে কি প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় সে বিষয়ে অবগত রয়েছেন ভারত সরকার। আর তাকে কেন্দ্র করে কাজের পরিচয় দেওয়ার জন্য হকারদের একটি করে স্বনিধি পরিচিতি বোর্ড দেয়া হয় ঠেলা অথবা দোকানে প্রাধান্যের সাথে প্রদর্শন করার জন্য । যেভাবে উদয়পুর শহরের রাজপথে কবিতা দেবনাথ ছোট্ট একটি চায়ের স্টল চালানোর জন্য প্রধানমন্ত্রী শুভানিধী প্রকল্প নিয়ে কাজ করে চলেছে তা বর্তমানে এক দৃষ্টান্ত স্থাপন হয়েছে গোটা উদয়পুর শহরজুড়ে । সবমিলিয়ে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে গোটা দেশ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছোট ছোট হকারদেরকে সাহায্য করে চলেছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তা বিগত দিনে দেখতে পাইনি রাজ্যের মানুষ । প্রধানমন্ত্রীর এই প্রকল্পের দ্বারা উপকৃত হচ্ছে দেশের লক্ষ লক্ষ মানুষ । কবিতা দেবনাথ প্রধানমন্ত্রী এই প্রকল্পে খুবই খুশি বলে জানিয়েছেন । আগামী দিনে আরো উৎসাহ জুগিয়েছে প্রধানমন্ত্রীর এই শুভানিধী প্রকল্পটি ।

You may also like

Leave a Comment