Home » মোহনপুরে সাংসদ স্বাস্থ্য শিবিরের ব্যাপক সারা

মোহনপুরে সাংসদ স্বাস্থ্য শিবিরের ব্যাপক সারা

by admin

প্রতিনিধি মোহনপুর:-সাংসদ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো মোহনপুরে। শুক্রবার সাংসদ বিপ্লব কুমার দেব এবং কৃষি মন্ত্রী রতন লাল নাথের উপস্থিত থেকে কর্তব্যরত চিকিৎসকদের অভিনন্দন জ্ঞাপন করেন। ১০০০ এরও বেশি সংখ্যক মানুষ এই দিন স্বাস্থ্যপরিসেবা গ্রহণ করেছেন।
রাজ্য তথা বহিঃ রাজ্যর খ্যাতনামা হাসপাতালের চিকিৎসকরা মোহনপুর বিধানসভা এলাকার জনগণকে চিকিৎসা পরিষদের প্রদান করেন শুক্রবার। মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় অনুষ্ঠিত হয় এই সাংসদ স্বাস্থ্য শিবির। এদিন স্বাস্থ্যপরিসেবার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং ঔষধ প্রদানের ব্যবস্থা করা হয় এই শিবির থেকে। সাংসদ বিপ্লব কুমার দেব এবং মন্ত্রী রতন লাল নাথ এদিন গোটা স্বাস্থ্যশিবির ঘুরে দেখেন। কথা বলেন কর্তব্যরত চিকিৎসকদের সাথে। এদিনের এই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে মোহনপুর বিধানসভা এলাকার ব্যাপক অংশের মানুষ উপস্থিত ছিলেন। সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বলেন রাজ্যের মানুষ দেশের খ্যাতনামা হাসপাতালগুলোর নাম শুনেছেন। কিন্তু ঐ সমস্ত হাসপাতালের চিকিৎসকরা রাজ্যে এসে চিকিৎসা পরিষেবা দেবেন সেটা অনেকেই ভাবতে পারেননি। তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে স্বাস্থ্য বীমা চালু করাকে একটি আমূল পরিবর্তন বলে দাবি করেছেন। এই স্বাস্থ্য বীমার মধ্য দিয়ে দেশের বৃহৎ অংশের মানুষ স্বাস্থ্যপরিসেবা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়েছে। আগামী দিনে দেশের প্রতিটা মানুষের কাছে সঠিক এবং গুণগতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বলে দাবি করলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

You may also like

Leave a Comment