
এই মুহূর্তে বিশ্বের অন্যতম ব্যস্ত তারকা তিনি। একের পর এক শুটিং, আসন্ন সিরিজ়ের প্রচার। পাশাপাশি, বছরখানেকের মেয়ে ও সংসার সামলানো। সবটাই বেশ পোক্ত হাতে সামলাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে সাফল্যের সিঁড়িতেও অনায়াসে চড়ছেন ‘দেশি গার্ল’। হলিউডের অন্যতম দামি ওয়েব সিরিজ়ের মুখ্য চরিত্রেও তিনি। ‘সিটাডেল’ সিরিজ়ে কাজ করেছেন মার্ভেল-খ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে। তাঁর সঙ্গে এক ফ্রেমে অভিনয় করেছেন ‘গেম অব থ্রোন্স’-খ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডেন। চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে সেই সিরিজ়। সব মিলিয়ে এই মুহূর্তে সাফল্যের শিখরে রয়েছেন প্রিয়ঙ্কা। তাঁর এই আকাশছোঁয়া সাফল্যে মুগ্ধ দর্শক থেকে তাঁর অনুরাগী— সবাই। তবে তাঁর সব চেয়ে বড় অনুরাগী নাকি তাঁর স্বামী নিক জোনাস! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন দেশি গার্ল।মুম্বই, লন্ডন, রোমের পর লস অ্যঞ্জেলেসে প্রিমিয়ার ছিল প্রিয়ঙ্কার ওয়েব সিরিজ় ‘সিটাডেল’-এর। এখনও পর্যন্ত প্রায় সব প্রিমিয়ারেই প্রিয়ঙ্কার সঙ্গেই দেখা গিয়েছে নিক জোনাসকে। লাল গালিচায় এসে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন হলিউডের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় ও চর্চিত জুটি। লন্ডন থেকে রোম, নিজেদের প্রেমের রঙে লাল গালিচায় রং ভরেছেন প্রিয়ঙ্কা ও নিক। অন্য দিকে, লস অ্যাঞ্জেলেসের প্রিমিয়ারে প্রিয়ঙ্কার পাশে নিকের দেখা নেই। গেলেন কোথায় তিনি? উত্তর পাওয়া গেল প্রিয়ঙ্কার কাছেই। সে দিন জোনাস ব্রাদার্সের কনসার্ট থাকায় প্রিমিয়ারে আসতে পারেননি নিক। তবে, প্রিয়ঙ্কা যাতে থাকতে পারেন, তার জন্য কনসার্ট এক ঘণ্টা পিছিয়েও দিয়েছেন তিনি। প্রিয়ঙ্কা বলেন, ‘‘আমরা দু’জনের একে অপরের সব থেকে বড় ফ্যান। আমরা একে অপরের জন্য তালি বাজাতে সব সময় উপস্থিত থাকার চেষ্টা করি। এটাই আমাদের পরিবার।’’ রেড কার্পেটে হাঁটার পরেই পোশাক বদলে নিকের কনসার্টের জন্য ছুটবেন তিনি, জানালেন দেশি গার্ল।