ধর্মনগর প্রতিনিধি।
আজ ২৭ ৪ ২০২৩ ইং বাগ বাসা কমিউনিটি হলে জিলা আইনসভা কমিটির উদ্যোগে এক আইনের সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় শিবিরের সভাপতিত্ব করেন বাগ বাসা গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা রানী নাথ রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট উৎপল দেবনাথ ও ই সেবা কেন্দ্রের পক্ষে সন্দীপ বিশ্বাস। বক্তারা নেশা সামগ্রী অপব্যবহারের শিকার এবং মানুষ মানুষদের রক্ষায় এবং নেশা সামগ্রী ব্যবহারের সমূহ বিপদ বিনাশে উপযুক্ত আইন প্রকল্প ২০১৫ নিয়ে বিস্তৃত আলোচনা করেন ।মাদক চালান মাদকদ্রব্যের অপব্যবহার আক্ষরিক অর্থে যুবক শিশু এবং বয় সন্ধি প্রাপ্তদের মধ্যে ভয়ঙ্কর ভাবে বেড়ে চলছে এর ফলে জাতীয় স্বাস্থ্য এবং অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার বিনাশ রাজ্য এবং সমাজের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় থাকবে। মাদকজাত দ্রব্যের বেআইনি চাষাবাদ এবং যেখান থেকে যেখান থেকে মাদকদ্রব্যের উৎপত্তি হচ্ছে সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। সাধারণভাবে এই ধরনের চাষের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন জনগণ সচেতন নয় এসব বেআইনি চাষ ব্যবস্থা গুলো সক্রিয় অংশগ্রহণ খুবই জরুরী ভারতের সংবিধানের ৪৭ তম ধারায় পরিস্কার ভাবে বলা হয়েছে ঔষধাদির জাতীয় স্তরে বেআইনি মাদক পাচার এবং এর অপব্যবহার ক্রমবর্ধমান তার ফলে সর্বাত্মসা সাধক আইনি বিধান প্রণয়ন করতে হয়েছে এক ড্রাগ এন্ড কসমেটিক আইন ১৯৪০ এবং ২ নারকটিক ড্রাগ এন্ড সাইকোট্রোফিক! substances আইন আইন 1985 নিয়ন্ত্রণ চাষ ক্ষেত্রে ব্যবহারের কারণ ছাড়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নেশা জাতীয় পানীয় এবং মাদকদ্রব্য ব্যবহার বন্ধ করতে রাজ্যগুলো উদ্যোগ নেবে এছাড়া এই আইন গুলি অমান্য করলে কি কি শাস্তি হতে পারে বিভিন্ন স্বাস্থ্যের বিধানগুলো নিয়েও বক্তারা আলোচনা করেন ই সেবা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ কিভাবে আইনি পরিষেবা পাবেন তা নিয়েও বিস্তৃত আলোচনা করা হয়।
নেশা সামগ্রীর অপব্যবহার নিয়ে জেলা আইনসভার একদিনের কর্মশালা অনুষ্ঠিত।
113
previous post