
প্রতিনিধি মোহনপুর:-বামুটিয়া বিধানসভা এলাকার বিভিন্ন সমস্যা পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক এবং জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার বিধানসভা এলাকার রাস্তা, বাজার, স্বাস্থ্য কেন্দ্র এবং বিভিন্ন বিষয়ে সমস্যাগুলো সমাধানের জন্য কথা বলেন জেলাশাসক ও জন প্রতিনিধিরা।
বামুটিয়া বিধানসভা এলাকার ভাগলপুর থেকে দুর্গা বাড়ি, তেবাড়িয়া, রাঙ্গুটিয়া হয়ে বামুটিয়া পর্যন্ত একটি বর্ডার রোড দীর্ঘ প্রায় ২৫-২৬ বছর যাবত মেরামত হয়নি। এই রাস্তাটি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকার কারণে রাজ্য সরকারও তাতে মেরামতিতে হাত লাগাতে পারছে না। যাতে করে অতিসত্বর এই রাস্তাটি মেরামত করা হয় তার জন্য পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এই রাস্তাটি পরিদর্শন করে এদিন। আশ্বাস দেওয়া হয় অতিসত্বর উপযুক্ত পদক্ষেপ গ্রহণের। অন্যদিকে এই প্রতিনিধি দল বৃহস্পতিবার কালীবাজারের নির্মীয়মান মার্কেট শেড পরিদর্শন করেন। সঠিক সময়ের মধ্যে ব্যবসায়ীদের সুবিধার্থে কাজ শেষ করার উপর আলোচনা করা হয়ে এদিন। এর পাশাপাশি বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রায় পাঁচ বছর আগে নির্মিত নতুন পাকা ভবনটি কিভাবে কাজে লাগানো যায় তার ওপর পরিদর্শন এবং আলোচনা হয়। যেহেতু নতুন পাকা ভবনটিতে পর্যাপ্ত স্থান নেই তাই এটি উদ্বোধন না করে শুধুমাত্র বিভিন্ন ওপিডি পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। এদিন প্রদর্শনকালে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহ-সভাপতি হরিদুলাল আচার্জী, বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস, বামুটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিলা দাস সেন, বাবুটিয়া ব্লকের বিডিও এবং অন্যান্যরা।