
প্রতিনিধি, বিশালগড়, ।। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। মাদ্রাসার ছাত্র ছাত্রীরা শিখবে কম্পিউটার। সেই লক্ষ্যে মাদ্রাসা গুলিতে কম্পিউটার প্রদান করা হচ্ছে। বুধবার সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত ৯ টি মাদ্রাসায় কম্পিউটার প্রদান করা হয়। কাঁঠালিয়া বিদ্যালয়ে পরিদর্শকের অফিসে কম্পিউটার বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সহ-সভাধিপতি পিন্টু আইচ, কাঁঠালিয়া বিদ্যালয় পরিদর্শক শম্ভু চরন দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে নয়টি মাদ্রাসা কতৃপক্ষের হাতে কম্পিউটার তুলে দেয়া হয়। সহ-জেলা সভাধিপতি পিন্টু আইচ বলেন রাজ্য সরকার শিক্ষার মানোন্নয়নে অধিক গুরুত্ব দিয়েছে। বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া কোনো কাজ সম্ভব নয়। কম্পিউটার শিক্ষা অতি গুরুত্বপূর্ণ। তাই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যাতে কম্পিউটার শিখতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসায় কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান অর্জন করে পরবর্তী সময়ে এই বিষয়ে আরও কোর্স করতে পারবে।