105
প্রতিনিধি, বিশালগড় , ।। সানস্ট্রোকে পথেই প্রাণ গেল জৈনক বনকর্মীর। মৃত বনকর্মীর নাম নিতু কুমার দেব। জানা যায়, রবিবার দুপুরে সিপাহীজলা বনদপ্তরের কর্মী নীতু কুমার দেব অটো গাড়িতে করে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। জাতীয় সড়কে চলন্ত গাড়িতে সানস্ট্রোকে আক্রান্ত হন তিনি । অসুস্থ নিতু কুমার দেবকে প্রথমে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। নিতু কুমার দেব সিপাহীজলা আভয়ারণ্যে চাকরি করতেন । বিশালগড় থানাধীন বাইদ্যারদিঘীতে তাঁর বাড়ি। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকালে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কতৃপক্ষ।