ধর্মনগর ঃ বুধবার সকালে ধর্মনগর বরুয়াকান্দি গ্রামে মালাকার বস্তি ছয় নম্বর ওয়ার্ডে বিএসএফ ক্যাম্প সংলগ্ন স্থানে ছাগল ছানাকে ধরে একটি বড় অজগর সাপ গিলে খাওয়ার সময় গ্রামবাসী সহ বিএসএফ কর্মীদের নজরে আসে। এই ঘটনা জানা জানি হতেই ওই এলাকায় গ্রামবাসীরা জড়ো হয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন। সকাল দশটায় এই খবর আসে ধর্মনগর বন দপ্তরে। ধর্মনগর মহকুমা বন দপ্তরের ফরেস্ট রেঞ্জার হেমন্ত দেবনাথের নেতৃত্বে একটি দল ওই গ্রামে ছুটে যায়। এই ঘটনায় ফরেস্ট রেঞ্জার হেমন্ত দেবনাথ জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা সেখান থেকে অজগর সাপটিকে উদ্ধার করে। তবে এই কাজে সহযোগিতা করে বরুয়াকান্দি বিওপির বিএসএফ জওয়ানরা। তিনি বলেন অজগর সাপটির ওজন কুড়ি কেজি। তবে অজগর সাপটিকে আটক করার সময় তার মুখ থেকে ছাগল ছানাটি মৃত অবস্থায় বের হয়ে যায়। বর্তমানে অজগর সাপটিকে পানিসাগার মহকুমার রৌয়া অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে।
ছাগল ছানাকে ধরে একটি বড় অজগর সাপ গিলে খাওয়ার সময় গ্রামবাসী সহ বিএসএফ কর্মীদের নজরে আসে।
by admin
written by admin
109
previous post