প্রতিনিধি, উদয়পুর :-
মঙ্গলবার সকাল দশটায় কেন্দ্রীয় পর্যটন, সংস্কৃতি ও ডোনার দপ্তরের মাননীয় মন্ত্রী জি কৃষান রেড্ডি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা আগরতলা সচিবালয় থেকে ভার্চুয়ালি উদয়পুর ফুলকুমারী পঞ্চায়েত এলাকায় একটি জমিতে একটি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট শিলান্যাস করেন। কেন্দ্রীয় সরকারের সংস্থা এন পি সি সি এর নির্মাণ করবে এবং বিবেকানন্দ সেবা ন্যাস এই ট্রেনিং ইনস্টিটিউট পরিচালনা করবে। উল্লেখ্য কেন্দ্রীয় সরকার রোজগার বৃদ্ধির জন্য দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে এবং তারই লক্ষে এই স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিশিষ্ট সমাজসেবী সেনাপতি রায়, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত এলাকার লোকজন প্রমুখ উপস্থিত থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও প্রদীপ প্রজ্জ্বলন করেন।
অতিথিগণ বর্গ তাঁদের ভাষণে রোজগার বৃদ্ধির জন্য দক্ষতা বৃদ্ধির উপর জোর দেন। তাঁরা কেন্দ্রীয় সরকারকে দক্ষতা বৃদ্ধির জন্য এই ধরনের ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়ায় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন আমাদের রাজ্যে বহু সম্ভাবনাময় যুবক যুবতী রয়েছে। তাদেরকে সঠিক দক্ষতায় দক্ষ হতে হবে। আজ আমাদের দেশের মানব শ্রম বিদেশে চলে যায় না কারণ মানুষ বিশ্বাস করে এই দেশে দক্ষতার বিকাশের সম্ভব এবং দক্ষতা থাকলে কর্মসংস্থানের অভাব হয় না। তাঁরা সকলকে সঠিক প্রশিক্ষণ নেওয়ার জন্য এ ধরনের দক্ষতা বিকাশ কেন্দ্র গুলির সহায়তা নেওয়ার জন্য আহ্বান জানান।
অপরদিকে গতকাল রাতে বিজেপি গোমতী জেলা কমিটির অন্যতম সম্পাদক গৌতম করের পিতা তপন চন্দ্র কর বার্ধক্য জনিত কারণে পরলোক গমন করেন। এছাড়াও জামজুড়ি গ্ৰাম পঞ্চায়েতের সদস্যা নন্দিতা দাস ভৌমিকের স্বামী রাজীব ভৌমিক গতকাল ভোরে অকালে প্রয়াত হন। আজ দুপুরে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রথমে পালাটানায় গৌতমের বাসভবনে যান এবং পরে পঞ্চায়েত সদস্যা নন্দিতা দাস ভৌমিক এর বাসভবনে যান। তিনি এই দুই শোকসন্তপ্ত পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াতদের আত্মার সদগতি কামনা করেন।
সফরকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের ভারপ্রাপ্ত সহ কারী সভাধিপতি দেবল দেবরায়, ভারতীয় জনতা পার্টির আর কে পুর মণ্ডল সভাপতি প্রবীর দাস, জামজুরী গ্রাম পঞ্চায়েত প্রধান সুব্রত দাস সহ প্রমুখ।