Home » বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশালগড় মহিলা মোর্চার মশারি বিতরণ

বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশালগড় মহিলা মোর্চার মশারি বিতরণ

by admin

প্রতিনিধি, বিশালগড় , ১০ এপ্রিল।। ভারতীয় জনতা পার্টির ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপি সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে কার্যকর্তারা। সামাজিক ন্যায় সপ্তাহ কার্যক্রমের অঙ্গ হিসাবে মহিলা মোর্চার বিশালগড় মন্ডল কমিটির উদ্যোগে মশারী বিতরণ করা হয়। সোমবার বিশালগড় বিধানসভার পুরাথলে দুস্থদের মধ্যে মশারী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব। উপস্থিত ছিলেন মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী পিংকি মন্ডল, বিজেপির ভারপ্রাপ্ত মন্ডল সভাপতি তপন দাস প্রমুখ। বিধায়ক সুশান্ত দেব সহ উপস্থিত নেতৃবৃন্দ মশারী তুলে দেন। বিধায়ক সুশান্ত দেব বলেন সাধারণ মানুষের পাশে সর্বদা রয়েছে কার্যকর্তারা। মশারী গুরুত্বপূর্ণ বস্তু। কারণ মশার মাধ্যমে অনেক মারাত্মক রোগ ছড়ায়। সুস্থ থাকতে মশারী ব্যাবহার আবশ্যক। মহিলা মোর্চার এই উদ্যোগ প্রশংসনীয়।

চড়িলাম মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে চড়িলাম লীলা দেব স্মৃতি হল প্রাঙ্গণে স্বচ্ছতা অভিযান সংগঠিত হয়। উপস্থিত ছিলেন চড়িলাম মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী কাকলি দেব, চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রাখি দাস কর, মোর্চার সম্পাদিকা জোৎস্না ভৌমিক, জেলা কমিটি সদস্যা স্বপ্না দেবনাথ, মিডিয়াসেলের ইনচার্জ স্বপ্না ভৌমিক। স্বচ্ছতা অভিযান শেষে মহিলাদের স্বশক্তিকরনে সরকারি প্রকল্পগুলি নিয়ে আলোচনা করেন মন্ডল মহিলা মোর্চার সমানেত্রী কাকলি দেব। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার বেনিফিসারিদেরকে বাড়ি বাড়ি গিয়ে জনসম্পর্ক করেন মহিলা মোর্চার নেতৃবৃন্দ। তপশিলি জাতি সম্প্রদায় মহিলাদেরকে নিয়ে একত্রিতভাবে ভোজনের ব্যবস্থা করা হয় ।

You may also like

Leave a Comment