প্রতিনিধি, বিশালগড়, ৫ এপ্রিল ।। হিন্দু সমাজের উদ্যোগে ১০৮ জন বৈষ্ণব সেবার আয়োজন করা হয় চড়িলামে। বুধবার চুড়াইবাড়ি, বিলোনিয়া ,ধর্মনগর, তেলিয়ামুড়া, বিশ্রামগঞ্জ, জম্পুইজলা প্রভৃতি এলাকা থেকে ১০৮ জন বৈষ্ণবকে নিয়ে চড়িলাম বাজারে হরিনাম সংকীর্তন সহযোগে শোভাযাত্রা বের হয়। রাম ঠাকুর আশ্রম প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। দুপুর ১২ টায় বৈষ্ণবদের নিয়ে শুরু হয় হরিনাম সংকীর্তন এবং ভাগবত পাঠ । ১০৮ জন বৈষ্ণবের সেবার আয়োজন করা হয় কালী বাড়ি নাট মন্দিরে। অন্যদিকে চড়িলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মিনিস্ট্রিডিয়ামে অন্যান্য ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করেন। প্রায় এক হাজার ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন। হিন্দু সমাজের উদ্যোগে ১০৮ জন বৈষ্ণব সেবা সম্পর্কে বলতে গিয়ে গোপাল কর্মকার সংবাদ মাধ্যমের কাছে বলেন সনাতনী ভক্তদের উদ্যোগে নর-রূপী নারায়ণ অর্থাৎ বৈষ্ণব সেবার আয়োজন।
136