পোশাকের অভাব নেই, তবু মায়ের আলমারি ঘেঁটে পোশাক খোঁজার ক্ষেত্রে সব কন্যারাই এক! সম্প্রতি সুহানা খানের কীর্তিতে চলছে সেই চর্চাই। একটা সময় ছিল যখন তারকারা এক পোশাক দ্বিতীয় দিন আর পরতেন না। কিন্তু এখন ছবিটা বদলেছে। অপচয় রুখতে বহু তারকাই আগের প্রবণতা ভেঙে সাধারণ জীবনযাপনে জোর দিয়েছেন। সুহানা অবশ্য আরও এক ধাপ এগিয়ে! ঠিক সাধারণ ঘরের কন্যাদের মতো মায়ের জামা পরে চলে এলেন প্রকাশ্যে। বন্ধু তালিয়া শ্রফের জন্মদিনের পার্টিতে সুহানাকে দেখা গেল গৌরী খানের অ্যানিম্যাল প্রিন্ট ড্রেসে।জ়োয়া আখতারের ছবি ‘দ্য আর্চিজ়’-এ খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখ-কন্যা। তার আগে কাঁধখোলা সাপের গায়ের ছাপওয়ালা এক পোশাকে নজর কাড়লেন সুহানা। কোমরে ধূসর এবং কালোর মিশ্রণে একটি বেল্ট সেই পোশাককে অন্য মাত্রা দিয়েছে। তাঁর রূপ দেখে প্রশংসায় ভরিয়েছিলেন অনুরাগীরা। কিন্তু গোলমাল হল ঠিক তার পরই। অনুরাগীদের চোখ যে এড়ানোর উপায় নেই!অন্দরসজ্জাশিল্পী গৌরী খানকে একই পোশাকে দেখা গিয়েছিল কোনও এক দিন। তবে আলাদা ছিল বেল্ট। সাপ-ছাপ পোশাকের সঙ্গে তিনি কোমরে বেঁধেছিলেন কালো চকচকে বেল্ট। রূপটানও ছিল বেশি, সুহানার তুলনায়। সেই দেখে শুরু জল্পনা, মায়ের জামা পরেই তবে বেরিয়েছেন মেয়ে? অনুরাগীরা অবশ্য খুশিই হলেন বিষয়টা বুঝে।
কখনও প্রকাশ্যে চুম্বন, কখনও মায়ের জামা পরেই জড়িয়ে ধরে নাচ, শাহরুখ-কন্যা মজেছেন নতুন প্রেমে
by admin
written by admin
102