প্রতিনিধি , উদয়পুর :-
মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রকে সার্বিকভাবে উন্নয়ন করার লক্ষ্যে ভারত সেবাশ্রম সংঘের অভিমুখ থেকে মাতা বাড়িতে একটি প্রণবানন্দ বিদ্যামন্দির স্থাপন করার পরিকল্পনা নিয়ে ভারত সেবাশ্রম সংঘের ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত অচলানন্দ গিরি মহারাজ এবং বুদ্ধিসত্তানন্দ গিরি মহারাজ এর সাথে বিদ্যামন্দিরের জন্য জমি পরিদর্শন করেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় । সাথে উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন সেন, গোমতী জেলার যুব মোর্চার সভাপতি সুকান্ত সহ প্রমুখ । মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র অধীন চন্দ্রপুরে ফার্মেসী ও নার্সিং কলেজ স্থাপনের পাশাপাশি এখন ভারত সেবাশ্রম পরিচালিত প্রণবানন্দ বিদ্যামন্দির স্থাপনের পরিকল্পনা নেওয়ায় বিধায়ক অভিষেক দেবরায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের সাধারণ জনগণ । এদিন বিধায়ক অভিষেক দেবরায় জানান গোটা মাতারবাড়ি এলাকায় স্বাস্থ্য থেকে শিক্ষা , সড়ক থেকে পানীয় জল ও গ্রামীন এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য । আগামী দিন এই এলাকার উন্নয়নে প্রতিটা সময় কাজ করে যাবে বর্তমান রাজ্য সরকার । বিধায়ক উন্নয়ন তহবিল থেকে যে টাকা আসবে সমস্ত টাকা উন্নয়নের হাতে খরচ করা হবে গোটা মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে ।