Home » বিশালগড়ে সিভিল সার্ভিস এসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

বিশালগড়ে সিভিল সার্ভিস এসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

by admin

প্রতিনিধি, বিশালগড় , ১৯ মার্চ।। রক্তের সংকট দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজ্যের ১১ টি সরকারি এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক প্রায় রক্ত শুন্য। তাই সংবাদ মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে রক্তদানে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বিভিন্ন সংগঠন রক্তদান শিবির আয়োজন করছে। এরমধ্যে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশন রাজ্যের ২২ টি মহকুমায় রক্তদান শিবির করার সিদ্ধান্ত নিয়েছে । রবিবার এসোসিয়েশন এবং বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিধায়িকা অন্তরা দেব সরকার, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সমাজসেবক নবাদল বণিক, জেলা শাসক ড. সন্দীপ আর রাঠোর, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম সরকার, বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে টিসিএস অফিসার, বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন। গাছে জল ঢেলে মহতী কার্যক্রমের উদ্বোধন করে রক্তদাতাদের উৎসাহিত করতে রক্তদান শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী৷ ভাষণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন বিধানসভা নির্বাচন চলাকালীন রক্তদান শিবির প্রায় হয়নি বললেই চলে। স্বাভাবিক কারণে ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দিয়েছে। তাই আমি খবরের কাগজ এবং সামাজিক মাধ্যমে রক্তের সংকট দূরীকরণে সকলকে এগিয়ে আসার আহবান জানাই। এরপর বিভিন্ন সংগঠন রাজ্য জুড়ে রক্তদান শিবির করছে। রক্ত বেশিদিন সংরক্ষণ করা যায় না। তাই চাহিদার সঙ্গে যোগানের ভারসাম্য বজায় রেখে প্রতিনিয়ত শিবির করতে হবে। সারা বছর এই প্রক্রিয়া জারি রাখলে আর সমস্যা হবে না। তিনি অফিসারদের উদ্দেশ্যে বলেন আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্প বাস্তবায়ন হয়। আপনাদের অধিকার রক্ষায় সরকার আন্তরিক। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে প্রতিনিয়ত। গত সরকারও আপনাদের সমস্যা সমাধান করে আপনাদের ওপর আস্থা রেখেছিলে। কিন্তু তার প্রতিফলন পাওয়া যায়নি। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের স্বচ্ছতা নিয়ে কোন প্রশ্ন নেই। তাহলে কেন প্রতিফলন পাইনি সে বিষয়ে ভাবতে হবে। প্রশাসন এবং সরকার যৌথভাবে কাজ করলে মানুষের অধিকার রক্ষা হবে। শুধু অফিসে উপস্থিতি থাকা কাজ নয়। মানুষের সমস্যা জানতে হবে। এগুলো আমাদের গোচরে নিতে হবে। সরকার এবং প্রশাসন যৌথভাবে কাজ করলে মানুষের অধিকার রক্ষা হবে। এদিন বিশালগড় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বাঁশ বেতের তৈরি ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের বিজয় রথের প্রতীক তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস জানান এদিন ১১৩ জন রক্তদান করেন। ২৫০ জন নাম নথিভুক্তিকরণ করেছে। বাকিরা পরবর্তী সময়ে রক্তদান করবে। জিবি এবং বিশালগড় ব্লাড ব্যাঙ্ক কতৃপক্ষ এদিন রক্ত সংগ্রহ করেন।

You may also like

Leave a Comment