Home » নির্বাচনী আবহ কাটিয়ে চেনা ছন্দের পথে কল্যাণপুর

নির্বাচনী আবহ কাটিয়ে চেনা ছন্দের পথে কল্যাণপুর

by admin

কল্যাণপুর প্রতিনিধি:
গত ২ তারিখ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর কল্যানপুর জুড়ে চাপা উত্তেজনাকর একটা পরিস্থিতি বিরাজমান ছিল, বিশেষ করে বিশেষ একটা রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদতে কল্যাণপুরের জাতি জনজাতি অংশের মানুষের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার সলতে পাকানোর কাজ আরম্ভ হয়েছিল বেশ সুচারুভাবেই। কিছু কিছু জায়গায় নির্বাচন পরবর্তী সন্ত্রাসের মোড়কে জাতি জনজাতিদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে কল্যাণপুরকে প্রায় দুই দশক আগের উশৃংখল পরিস্থিতিতে নিয়ে যাওয়া প্রচেষ্টাও ছিল বলা চলে। কল্যাণপুর থানাধীন খাস কল্যাণপুর, সোনারাম পাড়া, পশ্চিম ঘি, বাগবের, ছনখলা প্রভৃতি জনপদ গুলির মধ্যে একপ্রকার অবিশ্বাসের বাতাবরণ কায়েম করার জন্য শান্তির শত্রুরা ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই অতি সক্রিয়তার নজির তৈরি করে। কিন্তু পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নিয়ে প্রথম থেকেই ময়দানে বিরাজমান। বারবারই পুলিস প্রশাসন থেকে সাধারণ মানুষের প্রতি আবেদন রেখে স্বাভাবিক পরিস্থিতি তৈরি করার বার্তা প্রদান করা হয়। নির্বাচনী ফলাফল ঘোষণার পড়ে আজ অর্থাৎ রবিবার কল্যাণপুরের সাপ্তাহিক হাট বাজার, এই হাটবাজারে অনেক আঙ্গিকে অনেকেরই নজর ছিল। তবে আজ সকাল থেকেই জাতি এবং জনজাতিদের ভিড়ে প্রায় ছয়লাপ কল্যাণপুরের এই ঐতিহ্যশালী বাজার। পুরোপুরি ভাবে বাজার তার পুরনো ছন্দে ফিরে না আসলেও আজকের স্বতঃস্ফূর্ততা প্রমাণ করে শান্তি সম্প্রীতি বিনষ্ট কারীদের যাবতীয় চক্রান্তের জাল ছিহ্ন করে নির্বাচন পরবর্তী সময়ের অনাকাঙ্ক্ষিত পরিবেশকে পেছনে ফেলে কল্যাণপুর সার্বিকভাবে চেনা ছন্দে ফেরার পথে।

You may also like

Leave a Comment