Home » গন্ডাছড়া মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়।

গন্ডাছড়া মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়।

by admin

গন্ডাছড়া মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে শুক্রবার শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যা নাগাদ গন্ডাছড়া থানায় শান্তি বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডিসিএম অনিন্দ্র চক্রবর্তী, গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা, গন্ডাছড়া থানার ওসি পলাশ দত্ত, বিজেপি রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা প্রমুখ। বৈঠক শেষে ডিসিএম অনিন্দ্র চক্রবর্তী সাংবাদিকদের জানান সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে। যার ফলে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত করা গেছে। তিনি জানান আগামী দিনগুলিও যাতে শান্তিপূর্ণভাবে কাটে এর জন্যই এদিন শান্তি বৈঠকের আয়োজন করা হয়।

You may also like

Leave a Comment