Home » গননা কেন্দ্রের সংবাদ সংগ্রহে বিধিনিষেধ অবগত করালেন সিপাহীজলা জেলা শাসক

গননা কেন্দ্রের সংবাদ সংগ্রহে বিধিনিষেধ অবগত করালেন সিপাহীজলা জেলা শাসক

by admin

প্রতিনিধি, বিশালগড়, ২৮ ফেব্রুয়ারি ।। আর মাত্র কয়েকঘন্টা। ২ মার্চ সকাল আটটায় শুরু হবে ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ভোট গননা। প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। গননা কেন্দ্রে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে কমিশনের বিধিনিষেধ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন সিপাহীজলা জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক ড. সন্দীপ আর রাঠোর। মঙ্গলবার দুপুরে সিপাহীজলা জেলাশাসক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক সন্দীপ আর রাঠোর, জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি । সিপাহীজলা জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক সন্দীপ আর রাঠোর বলেন জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে তিনটি গণনা কেন্দ্রে। ভোট গণনা শুরু হবে সকাল আটটায় । জম্পুইজলা এসডিএম অফিসে গোলাঘাটি এবং টাকারজলা বিধানসভা কেন্দ্রের ভোট গননা হবে। বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের তিনটি কাউন্টিং হলে কমলাসাগর বিশালগড় চড়িলাম বিধানসভা কেন্দ্রের ভোট গননা হবে। সোনামুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চারটি কাউন্টিং হলে নলছড় সোনামুড়া বস্কনগর ধনপুর আসনের ভোট গননা হবে । গণনা কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেনা। সাংবাদিকরা মোবাইল নিয়ে কাউন্টিং হলে প্রবেশ করতে পারবেনা। সাংবাদিকরা শুধুমাত্র গণনা কেন্দ্রের নির্দিষ্ট স্থানে থেকে ক্যামেরা ব্যবহার করে ছবি বা ভিডিও ধারণ করতে পারবে। এবং এই ক্যামেরা কোন অবস্থায় ইন্টারনেট সংযোগবিহীন হতে হবে। সাংবাদিকরা মোবাইল ব্যবহার করতে পারবে মিডিয়া সেল এর ভিতরে। মিডিয়া সেলে সাংবাদিকদের জন্য নেট সহ সব ধরনের পরিষেবা ব্যবস্থা থাকবে। সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচন আধিকারিক জানান প্রশাসন বা নির্বাচন কমিশন চায় সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পন্ন করতে। কোন অবস্থাতেই বিভ্রান্তিমূলক ভিডিও ছবি এবং তথ্য প্রচার করা যাবে না। সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ আধিকারিক বি জে রেড্ডি জানান গননার দিন শান্তিপুর্ন পরিবেশের জন্য গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। ১ লা মার্চ রাত ১২ টা থেকেই ১৪৪ ধারা জারি হয়ে যাবে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি ১০০ মিটারের বাইরে আলাদা আলাদা স্থানে অবস্থান করবে । গণনার দিন সিপাহীজলা জেলায় ১৫০ টি পুলিশ মোবাইল ভ্যান শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আগামী দুই সপ্তাহ পর্যন্ত জেলার নিজ নিজ স্থানে অবস্থান করবে। ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এবার ফলাফল প্রকাশের পর শান্তি বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার।

You may also like

Leave a Comment