109
প্রতিনিধি কল্যাণপুর…..শুকর কে বাঁচাতে গিয়ে মোটর বাইক থেকে পড়ে গুরুতর আহত দুইজন ঘটনা কল্যানপুর থানা এলাকার বিদ্যা মোহন ঠাকুরপাড়া এলাকায় দমকলের কর্মীরা জানান বিদ্যা মোহন ঠাকুর পাড়া এলাকা থেকে একটি বাইক আসছিল কল্যাণপুরের উদ্দেশ্যে তখন সময় ওই এলাকায় একটি শুকর মোটর বাইকের সামনে দিয়ে চলে আসে তখন তারা পড়ে যায় দুজন মোটরবাইক থেকে তাদের নাম হলো অমূল্য কন্যা দেববর্মা বয়স ৭০ এবং মোটর বাইক চালক বিনয় দেববর্মা ২৫ খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে দু’জনকে নিয়ে আসে কল্যানপুর হাসপাতালে বর্তমানে কল্যানপুর হাসপাতালে চিকিৎসাধীন ওই দুইজন