প্রতিনিধি , উদয়পুর :-
গোমতী জেলা প্রশাসন ও তথ্য সংস্কৃতি দপ্তর এবং মহাদেব বাড়ির উন্নয়ন কমিটির উদ্যোগে শনিবার থেকে উদয়পুর মহাদেব বাড়িতে শুরু হয়েছে সাত দিন ব্যাপী শিবচতুর্দশী মেলা । এদিন সন্ধ্যা রাতে প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার শুভ উদ্বোধন করেন গোমতি জেলার ডিসি চন্দ্রশেখর চট্টোপাধ্যায় । এছাড়া উপস্থিত ছিলেন , মহাদেব বাড়ি উপদেষ্টা চেয়ারম্যান অরুণ চক্রবর্তী , মহাদেব বাড়ির উন্নয়ন কমিটির সম্পাদক রতন লাল সাহা , জেলা তথ্য ও সাংস্কৃতিক কার্যালয়ের সহ অধিকর্তা মনোজ দেববর্মা সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা তথ্য ও সাংস্কৃতিক কার্যালয়ের সহ অধিকর্তা মনোজ দেববর্মা বলেন , এই বছর শিব চতুর্দশী মেলা ১২৩ বছরে পদার্পণ করেছে । রাজন্য আমল থেকেই এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে । বহু ইতিহাস জড়িয়ে রয়েছে এই মেলা কে কেন্দ্র করে । শিবচতুর্দশী মেলা কে কেন্দ্র করে উদয়পুর শিববাড়ির মেলা প্রাঙ্গনে বসেছে বিভিন্ন দোকানিরা পসরা সাজিয়ে । এদিন সন্ধ্যা রাতে রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় স্বস্ত্রীক মহাদেবের মন্দিরে গিয়ে শিবের মাথায় জল অর্পণ করেন । সাথে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমূখ। গোটা মেলাকে কেন্দ্র করে উদয়পুরবাসীদের মধ্যে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি ।