প্রতিনিধি,গন্ডাছড়া ৩০ জানুয়ারি:- আসন্ন বিধানসভা নির্বাচনে ৪৪ রাইমাভ্যালী উপজাতি সংরক্ষিত আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিকাশ চাকমা সোমবার মনোনয়নপত্র জমা দেন। এর আগে বিজেপি গন্ডাছড়া মন্ডল কার্যালয় প্রাঙ্গণ থেকে বিজেপি এবং আইপিএফটি দলের নেতা-কর্মী সমর্থকরা প্রার্থীকে সাথে নিয়ে সুবিশাল এক মিছিল বের করে। মিছিলটি মহকুমা শহর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে গন্ডাছড়া মহকুমা শাসক অফিস সংলগ্ন বেরিকেটের সামনে এসে জোর হয়। এরপর প্রার্থী বিকাশ চাকমা সহ ৫ জনের এক প্রতিনিধি দল রিটার্নিং অফিসার তথা গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাসের নিকট মনোনয়নপত্র জমা দেন। প্রতিনিধি দলে ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, আইপিএফটি গন্ডাছড়া মহকুমা কমিটির সভাপতি প্রেম সাধন ত্রিপুরা। মনোনয়নপত্র জমা শেষে সাংসদ রেবতী ত্রিপুরা সাংবাদিকদের জানান রাইমাভ্যালী বাসির দীর্ঘদিনের দাবি ছিল জাতীয় পার্টি থেকে যে কেউ এই কেন্দ্রের প্রার্থী হোক। এবার ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। কত বিধানসভা নির্বাচনে শরিকদল আইপিএফটিকে দেওয়া হয়েছিল। তিনি বলেন বিশাল সংখ্যক দুই দলের কর্মী সমর্থকরা এদিন যেভাবে মিছিল করে আনন্দ উল্লাস দেখিয়েছে তা থেকে একটা বিষয় পরিষ্কার আসন্ন নির্বাচনে প্রার্থী বিকাশ চাকমা বিপুল ভোটে জয়লাভ করবেন। সাংসদ আরো জানান জোট সঙ্গী আইপিএফটিকে সাথে নিয়ে গ্রাম থেকে পাহাড় সর্বত্র প্রচারে যাবেন। তিনি জানান মানুষ গত ৫ বছরে এলাকার উন্নয়ন দেখেছে এবং বিগত ২৫ বছরের উন্নয়নও দেখেছে। গত ৫ বছর বিজেপি আইপিএফটি জোট সরকার এলাকার পরিকাঠামো উন্নয়নে কাজ করেছে এবং আগামীতে লক্ষ্য থাকবে গত পাঁচ বছরে যে কাজগুলি অসমাপ্ত ছিল করা সম্ভব হয়নি সেগুলিকে সম্পূর্ণ করে আরো নতুন পরিকল্পনা নিয়ে এলাকার উন্নয়ন করা। সাংসদ রেবতী ত্রিপুরা বলেন গন্ডাছড়া মহকুমা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে মহকুমাবাসী নানা দিক থেকে বঞ্চিত ছিল। তিনি বলেন বিজেপি সরকার গত ৫ বছরে চেষ্টা করেছে সেখানে সব দিক থেকে উন্নয়নের জন্য। তিনি জানান শরিক দলের সাথে আলোচনার মাধ্যমে এবার এ কেন্দ্রটি বিজেপিকে ছেড়ে দেওয়া হয়েছে। সাংসদ গণদেবতা ভোটারদের প্রতি আহ্বান রাখেন শান্তি ,সম্প্রীতি এবং উন্নয়নের স্বার্থে বিজেপি দলের মনোনীত প্রার্থী বিকাশ চাকমাকে গত নির্বাচনের তুলনায় আরো দ্বিগুণ ভোটে জয়ী করার এবং এলাকার উন্নয়নের জন্য দল-বল, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন বিকাশ চাকমাকে ভোট দান করেন। তিনি বলেন সবার ভোট মূল্যবান, কাজেই মূল্যবানের ভোট যেন উন্নয়ন এবং শান্তির জন্য হয়।
ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিকাশ চাকমা সোমবার মনোনয়নপত্র জমা দেন
by admin
written by admin
108