শান্তির বাজার প্রতিনিধি:প্রত্যেক ভোটার যাতে অতি সহজে যে কোনো পরিস্থিতি এবং তাদের যেকোন অভিযোগ জানাতে পারে তার জন্য দক্ষিণ জেলার ৭ কেন্দ্রের ৭ রিটার্নিং অফিসারের জন্য হেল্পলাইন চালু করা হচ্ছে।
এতে একটি ফোন নাম্বার, মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আগামীকাল থেকেই একটিভ হয়ে যাবে। জানালেন দক্ষিণ জেলার নির্বাচন নিবন্ধক তথা জেলাশাসক সাজু ওয়াহিদ। তিনি জানান শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে দক্ষিণ জেলায় নানান ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে ভোটাররা নির্বিঘ্নে বেশি পরিমাণে ভোট দিতে পারে। এছাড়াও তিনি জানান আজ দক্ষিণ জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের জন্য সিপিআইএম দল সবটিতে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। এই প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আগামী দিনেও তিনি প্রত্যেকের কাছে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আবেদন জানান। এখনো পর্যন্ত দক্ষিণ জেলায় শান্তিরবাজার এবং বিলোনিয়ায় আমরা বাঙালি দলের দুটি করে চারটি মনোনয়নপত্র জমা দিয়েছে। সর্বমোট দক্ষিণ জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের জন্য এখনো পর্যন্ত ১১ টি মনোনয়নপত্র জমা পড়েছে। আগামী ৩০ শে জানুয়ারি অর্থাৎ আর একদিন মাত্র রয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য।