প্রতিনিধি কৈলাসহর:-আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে রোড মার্চ অনুষ্টিত হয়েছে ১৭ই জানুয়ারী।ঊনকোটি জেলা আরক্ষা দপ্তরের পক্ষ থেকে বিকেলে ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের বিভিন্ন এলাকায় রোড মার্চ অনুস্টিত হয়।মুলত এই রোড মার্চে পুলিশ, টি.এস.আর সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অংশগ্রহণ করেছে।রোড মার্চের নেতৃত্বে ছিলেন ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাংগীর, ঊনকোটি জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার,জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভেন্নিলিয়ানা দারলং,মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ, মহকুমা শাসক প্রদীপ সরকার,ডেপুটি মাজিস্ট্রেট প্রবীর দেববর্মা,কৈলাসহর থানার ওসি বিজয় দাস সহ আরও জেলা এবং মহকুমার অন্যান্য আধিকারিকরা।রোড মার্চ শুরুর পূর্বে জেলার পুলিশ সুপার কান্তা জাংগীর জানান যে,বিধানসভা ভোটের প্রাক্কালে সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরেও রোড মার্চ করা হচ্ছে।ভোটের প্রাক্কালে অসামাজিক কার্যকলাপ কোনো ভাবেই যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যেই বিভিন্ন এলাকায় রোড মার্চ করা হচ্ছে।রোড মার্চ সম্পর্কে বলতে গিয়ে জেলাশাসক ডঃ বিশাল কুমার জানান যে,আসন্ন বিধানসভা ভোটকে উৎসবের মেজাজে অনুষ্টিত করার লক্ষেই মুলত এই রোড মার্চ করা হচ্ছে।ভোট সম্পন্ন না হওয়া অব্দি এই রোড মার্চ ধারাবাহিক ভাবে চলবে বলেও জেলাশাসক জানান।রোড মার্চটি বিকেল সাড়ে তিনটায় চিরাকুটি এলাকা থেকে শুরু হয়ে বিমল সিনহা স্কুল রোড,বিদ্যানগর রোড, জিতুরদীঘির পাড় রোড, পদ্মের পাড় রোড, পাইতুরবাজার,হাসপাতাল রোড,সেন্ট্রাল রোড,নেতাজি কর্নার,থানা রোড,বৌলাপাশা, লক্ষ্মীপুর,বটতলা, টিলাবাজার,বাবুরবাজার, ইয়াজেখাওরা এবং ইরানি বাজারে গিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় রোড মার্চ সমাপ্ত হয়। রোড মার্চ চলাকালীন শহর এলাকায় এবং গ্রামাঞ্চল এলাকায় সাধারণ মানুষেরা বাড়তি উন্মাদনা নিয়ে রোড মার্চ দেখতে বাড়ি থেকে রাস্তায় বেড়িয়ে পড়ে।
112
previous post