119
আগরতলা : রাজধানী আগরতলার নন্দননগর এলাকার এফ সি আই অফিসে ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। অফিস প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধান সভার স্পিকার রতন চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের তরফে তাকে সংবর্ধনা স্মারক তোলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এফ সি আই সারা দেশে খাদ্য শস্য বন্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের এই কাজের জন্য দেশে সাধারণ মানুষের অনেক সুবিধা হচ্ছে বলেও জানান। পাশাপাশি এদিন তিনি একটি চারা গাছও রূপন করেন অফিস চত্বরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার লোকজন।