আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনে জিরো পোল ভায়লেন্সকে কেন্দ্রকরে শনিবার শান্তির বাজার মহকুমার দুইটি বিধানসভা কেন্দ্রে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে ফ্লেগমার্চ অনুষ্ঠীত করাহয়। আজকের ফ্লেগমার্চ শান্তির বাজার মহকুমার পতিছড়ী এলাকাথেকে শুরু হয়ে শান্তির বাজার শহর, বাইখোড়া বাজার ও পরবর্তী সময় জোলাইবাড়ীতে গিয়ে সমাপ্তি হয়। আজকের এই ফ্লেগমার্চে উপস্থিতছিলেন দক্ষিন জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এ, দক্ষিন জেলার পুলিশ সুপার কুলবন্ত সিং, শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক পান্নালাল সেন, শান্তির বাজার থানার ওসি অনুপম দাস, বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস, মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস সহ অন্যান্য আধিকারিকরা। আজকের এই ফ্লেগমার্চ সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতেগিয়ে জেলা শাসক জানান এই ফ্লেগমার্চের মাধ্যমে সকলের মধ্যে একটি বার্তা পৌঁছেদিতে চান যাতেকরে আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনে সকলে ভয়মুক্ত হয়ে উৎসবের মেজাজে ভোটদানে এগিয়ে আসতেপারে। লোকজনের পাশে সর্বদা প্রসাশন থাকার আশ্বাস প্রদান করতে এই কর্মসূচী হাতেনেওয়াহয়েছে। সমস্ত দক্ষিনজেলা জুরে এই কর্মসূচী পালন করাহবে বলে জানান দক্ষিন জেলার জেলা শাসক। আজকে শান্তির বাজার মহকুমা থেকে এই কর্মসূচী শুরু হয়েছে। আজকের দিনে এই ফ্লেগ মার্চের দৃশ্যদেখে শান্তির বাজার মহকুমার লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্যকরাযায়।
আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনেরেখে জেলা শাসক ও মহকুমা শাসকের উদ্দ্যোগে ফ্লেগমার্চ করাহয়।
by admin
written by admin
118