Home » ধর্মনগর রামকৃষ্ণ সেবা সমিতি কল্পতরুর উৎসব উদযাপন করে

ধর্মনগর রামকৃষ্ণ সেবা সমিতি কল্পতরুর উৎসব উদযাপন করে

by admin

ধর্মনগর,
প্রতিবছরের ন্যায় এ বছরও ১লা জানুয়ারি ধর্মনগর রামকৃষ্ণ সেবা সমিতি কল্পতরুর উৎসব উদযাপন করে। ধর্মনগর দেওয়ান পাশাস্হিত রামকৃষ্ণ আশ্রমে ১লা জানুয়ারি দুপুর ২ টায় পূজার শুরু হয়। অনুষ্ঠানের শুভ সূচনা হয় ৩ ঘটিকায় । নানা কর্মসূচির মধ্য দিয়ে এই কল্পতরূর উৎসব উদযাপিত হয়। কর্মসূচি গুলির মধ্যে ছিল গীতি আলেখ্য- ৩টা ৫ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত চলে। অংশগ্রহণে ছিলেন অপর্ণা শর্মা,সোমা বানার্জী, ছবি পুরকায়স্থ, চন্দ্রা সেনগুপ্তা, দেবাদৃতা ভট্টাচার্য্য, তবলায় অংশ নেয় মহার্নব দেবনাথ। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিবানী দাস। ৩ টা ৫০ মিনিটে শুরু হয় ৫ মিনিটের জপ ধ্যান। এরপর ৩টা ৫৫ মিনিট থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত কল্পতরু দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিজানন্দ জী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন আশ্রম, কৈলাশহর। বিকাল ৪: ৪০ মিনিট থেকে ৫ টা পর্যন্ত চলে সংগীত, অংশগ্রহণে ছিলেন সবিতা ভট্টাচার্য, জয়ন্তী ভট্টাচার্য, রূপালী পুরকায়স্থ,সৌম্যদীপ ভট্টাচার্য ।এরপর আবার ৫টা থেকে ৫টা ৫ মিনিট পর্যন্ত চলে জপ ধ্যান । আবার ৫টা ৫ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত রামকৃষ্ণ শরণম এর মধ্য দিয়ে কল্পতরু উৎসবের সমাপ্তি হয়। এই উৎসবটি কে কেন্দ্র করে ছিল অসংখ্য ভক্ত, শিষ্য ও দর্শনার্থীদের ভিড়। অনুষ্ঠানটিকে সুন্দর ও সাফল্যমন্ডিত করে গড়ে তোলার জন্য রামকৃষ্ণ সেবা সমিতি ধর্মনগর তথা পরিচালন কমিটির পক্ষ থেকেও ছিল অক্লান্ত প্রচেষ্টা।

You may also like

Leave a Comment