প্রতিনিধি, গন্ডাছড়া ২৮ ডিসেম্বর:- ভারতীয় কৃষি অনুসন্ধান কেন্দ্র ত্রিপুরা শাখা এবং ধলাই জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে বুধবার কৃষকদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এই উপলক্ষে এদিন গন্ডাছড়া টাউন হলে এক আলোচনা সভার মাধ্যমে মহকুমা এলাকার কৃষক ভাই-বোনদের মধ্যে বিভিন্ন জাতের সবজি বীজ, মুরগি চানা, স্প্রে মেশিন, মোটর পাম্প, মাছ ধরার জাল প্রভৃতি সামগ্রী তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন কৃষি অনুসন্ধান কেন্দ্র ত্রিপুরা শাখার প্রধান বৈজ্ঞানিক ডঃ অনুপ দাস, ধলাই কৃষিবিজ্ঞান কেন্দ্রের পরিচালক ডক্টর অভিজিৎ দেবনাথ, বৈজ্ঞানিক ডক্টর লোপা মুদ্রা সাহু, ডক্টর বিনয় সিং সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী গোপাল সরকার, দরবাছা চাকমা, মনোরঞ্জন ত্রিপুরা, ধন্যমানিক ত্রিপুরা, আদিত্য সরকার প্রমুখ। সেখানে কৃষি বিজ্ঞান অনুসন্ধান কেন্দ্র ত্রিপুরা শাখার প্রধান বৈজ্ঞানিক ডঃ অনুপ দাস উন্নত প্রযুক্তির মাধ্যমে কিভাবে কৃষকের জীবন যাপনের উন্নতি করা যায় তার উপর গুরুত্ব আরোপ করে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন রাজ্যের পিছিয়ে পড়া জেলার মধ্যে ধলাই জেলা একটি। গত বছর থেকে এই জেলার গন্ডাছড়ায় কাজ করা শুরু করেন। তাদের উদ্দেশ্য হল কিভাবে কৃষকের মধ্যে উন্নত ধরনের প্রযুক্তি গুলো পৌঁছে দেওয়া যায়। তিনি বলেন এখন সুসংগত কৃষি পদ্ধতির উপর কাজ করা হচ্ছে। যাতে করে কৃষিতে ধান থেকে শুরু করে সবজি, মাছ, পশু, মাসুম, মুরগি চানা থাকবে। এদিনের কৃষি দিবস এবং কৃষি সামগ্রী বিতরন অনুষ্ঠানকে ঘিরে এলাকার জাতি জনজাতি কৃষকদের মধ্যে বেশ সাড়া লক্ষ্য করা যায়।
121
next post