Home » কৃষকরা ধান বিক্রয়ের মহোৎসব শুরু করেছে রাজ্যে বললেন প্রণজিৎ

কৃষকরা ধান বিক্রয়ের মহোৎসব শুরু করেছে রাজ্যে বললেন প্রণজিৎ

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং খাদ্য জন সংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে সরকারি ধান ক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার উদয়পুর টেপানিয়া খাদ্য গুদাম প্রাঙ্গনে । প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন , টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝর্ণা দাস, রাজ্য কৃষি দপ্তরের আধিকারিক , মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য ও জেলা কৃষি দপ্তরের আধিকারিকসহ অন্যান্যরা । অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন , বিগত দিনে কৃষক বন্ধু স্লোগানকে হাতিয়ার করে একশ্রেণীর নেতারা রাজনীতি করে গিয়েছে । কিন্তু কৃষকদের স্বার্থে কোন উন্নয়ন করতে দেখা যায়নি এই রাজ্যের বুকে । ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিপুল ক্ষমতা নিয়ে সরকারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের স্বার্থে বিভিন্ন প্রকল্প চালু করেছে । একই সাথে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিপুল ক্ষমতা নিয়ে ত্রিপুরায় ক্ষমতা দখল করে বর্তমান রাজ্য সরকার কৃষকদের স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে । যে সকল সিদ্ধান্ত আগে নেওয়া যেত । সেই সকল সিদ্ধান্ত কেন বিগত সরকার আগে নেয়নি তার প্রশ্ন তোলেন কৃষি মন্ত্রী ।‌ এইদিকে প্রতি বছরের ন্যায় এবারও চলতি খারিফ মরসুমে উৎপাদিত ধান ক্রয়ে রাজ্য সরকারের যে উদ্যোগ নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে তা শুরু হচ্ছে ১৫ ই ডিসেম্বর অর্থাৎ আজ থেকে চলবে আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত । রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ৪৯ টি কেন্দ্র থেকে কৃষক বন্ধুদের উৎপাদিত এই ধান ক্রয় করবে নূন্যতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ২০৪০ টাকা দরে রাজ্যের খাদ্য ও জন সংভরণ দপ্তর । একজন কৃষক বন্ধু কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত গুণমান সম্পন্ন সর্বনিম্ন ৩ কুইন্টাল ও সর্বোচ্চ ৫০ কুইন্টাল ধান বিক্রয় করতে পারবেন । একজন কৃষক বন্ধু এক্ষেত্রে ৫০ কুইন্টাল ধানের জন্য সর্বাধিক এক হেক্টর জমি প্রদর্শন করতে পারবেন । এছাড়া মন্ত্রী বলেন বর্তমান রাজ্যে মোট ৫৫৪টি বিভিন্ন ধরনের বাজার আছে । যার মধ্যে ২১ টি প্রোডিউস মার্কেট , ৬৩ টি হোলসেল বাজার , ও ৪৭০ টি গ্রামীণ বাজার আছে । এগ্রি প্রোডিউস মার্কেট গুলি মার্কেট কমিটি দ্বারা পরিচালিত হয় । দপ্তরের কৃষি বিবরণ শাখা প্রতিদিন এই বাজার গুলিতে বিপণনকৃত কৃষি সামগ্রীর পরিমাণ এবং বাজার দাম অন লাইনে আপলোড করে । রাজ্যের বিভিন্ন বাজারগুলির পরিকাঠামোগত উন্নয়নে রাজ্য সরকার সদা সচেষ্ট । উদ্বোধনী অনুষ্ঠান শেষে এই দিন মন্ত্রী সরকারি ধান ক্রয় কেন্দ্র ঘুরে দেখেন ও পতাকা নাড়িয়ে বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন । গোটা অনুষ্ঠানে কৃষকদের উপস্থিতি ছিল এইদিন সারা জাগানো ।

You may also like

Leave a Comment