প্রতিনিধি, বিশালগড়, ১৩ ডিসেম্বর।। গ্রামীণ এলাকার নাগরিকদের স্বনির্ভর করতে পশু পালনে উৎসাহিত করছে সরকার। সারা রাজ্যে উৎসাহী পশু পালকদের মধ্যে বিনামূল্যে পশু বিতরণ প্রক্রিয়া চলছে। গত চার বছরে কয়েক দফায় পশু বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চলতি অর্থবছরে ঘরে ঘরে সুশাসন কর্মসূচির অঙ্গ হিসাবে ব্যাপক হারে পশু বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার বিশালগড়ে ১৮০ জন সুবিধাভোগীর মধ্যে ছাগল শূকর হাসঁ মোরগ বিতরণ করা হয়। সিপাহীজলা জেলা পরিষদ এবং বিশালগড় পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়েছে। এদিন বিশালগড় পঞ্চায়েত সমিতির হলঘরে আয়োজিত পশু বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা, জেলা কৃষি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা প্রমূখ। মোট ১৮০ জন সুবিধাভোগীর হাতে পশু তুলে দেন অতিথিরা। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন আত্মনির্ভর ত্রিপুরা গড়ার সংকল্প নিয়ে সরকার কাজ করছে। গ্রামীণ এলাকায় সকল পরিবারকে স্বনির্ভর করার কাজ চলছে। এরজন্য পশু পালন, মৎস্য চাষ, কৃষি ক্ষেত্রে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা বলেন মহিলাদের হাতে রোজগার দিতে ইতিমধ্যে প্রচুর পরিমাণ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। কৃষকরা বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পাচ্ছে। মৎস্য চাষীদের পোনা বিতরণ করা হয়েছে। পশু পালন করেও বাড়তি উপার্জন সম্ভব। তাই ছাগল শূকর হাসঁ মোরগ ইত্যাদি প্রদান করে পশু পালকদের উৎসাহিত করা হচ্ছে ।
104