প্রতিনিধি মোহনপুর:-মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দীর্ঘদিনের এলাকাবাসীর দাবি পূরণ হল। ইতিমধ্যে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এই হাসপাতালে সপ্তাহে একদিন করে রোগী দেখার ঘোষণা করেছে দপ্তর। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সোমবার হাসপাতালে সংবর্ধনা দিয়ে স্বাগত জানান শিক্ষামন্ত্রী।
চিকিৎসকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গোটা রাজ্যে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে বহু পদক্ষেপ গ্রহণ করে আসছে। বিশেষ করে গ্রামীন এলাকার স্বাস্থ্য পরিষেবার পরিকাঠাম উন্নয়নে সাব সেন্টারগুলোকে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে রূপান্তরিত করার কাজ শুরু হয়েছে। যেগুলোতে সি এইচও দায়িত্বে থাকবে। উপস্থিত তিন জন বিশেষজ্ঞ চিকিৎসকদের সংবর্ধনা জ্ঞাপন করে শিক্ষামন্ত্রী আরো বলেন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মোহনপুর কমিটি হেলথ সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক পরিষেবা প্রদান করার। সোমবার থেকে এই পরিষেবা চালু হওয়ার মধ্য দিয়ে সরকার মানুষের দাবির পূরণ করতে পেরেছে। বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন শিশু বিশেষজ্ঞ, গাইনোকলজিস্ট এবং মেডিসিন বিশেষজ্ঞ রয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই হাসপাতালে সমস্ত পরীক্ষার নিরীক্ষা বিনের পয়সায় করার ব্যবস্থা করা হয়েছে। পূর্বে যে সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য আগরতলা ছুটতে হতো বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক এই হাসপাতালে আশায় রোগীরা এখান থেকেই চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন বলে জানান তিনি। মোহনপুর কমিটি সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের এদিন মন্ত্রীর পাশাপাশি স্থানীয় জনগণ বরণ করে নেন।
মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দীর্ঘদিনের এলাকাবাসীর দাবি পূরণ হল
119
previous post