118
প্রতিনিধি , উদয়পুর :-
জাতীয় সড়কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ, তাতে হতাহতের কোন খবর না থাকলেও দীর্ঘক্ষন জাতীয় সড়কে দুর্ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। ঘটনা শুক্রবার ৮ নং জাতীয় সড়কে গকুলপুর এগ্রিকালচার চৌহমুনী সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন টিআর ০৭ ১২২৪ নম্বরের একটি বাস উদয়পুর থেকে আগরতলা যাওয়ার পথে এগ্রিকালচার চৌহমুনি স্থিত জাতীয় সড়কে এনএল ০১ জি ৯১৯২ নম্বরের একটি হেবি লরি পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটেলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখাবে। খবর পেয়ে ছুটে যায় রাধা কিশোর পুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে লরি চালককে আটক করে রাধা কিশোরপুর থানায় নিয়ে আসা হয়। গোটা ঘটনায় এলাকা জুড়ে তীব্রতা চাঞ্চল্য ছড়ায়।