Home » গোপন কক্ষ ভেঙ্গে ৩৪ প্যাকেট শুকনো গাজা অর্থাৎ ১০০ কেজি গাঁজা উদ্ধার করে

গোপন কক্ষ ভেঙ্গে ৩৪ প্যাকেট শুকনো গাজা অর্থাৎ ১০০ কেজি গাঁজা উদ্ধার করে

by admin

প্রতিনিধি তেলিয়ামুড়া। ৪ঠা ডিসেম্বর।
রাজ্য সরকারের নেশা বিরোধী কর্মসূচিকে চ্যালেঞ্জ জানিয়ে নেশা কারবারিরা নেশা সামগ্রী পাচারের ক্ষেত্রে নতুন নতুন পন্থা অবলম্বন করছেন। যদিও নেশা কারবারিরা পুলিশের চোখকে ধুলো দিতে ব্যক্ত হচ্ছে। রাজ্য সরকারের নেশা বিরোধী কর্মসূচিকে সার্থক রূপ দিতে রাজ্য পুলিশ নেশা কারবারিদের নতুন নতুন পদ্ধতিকে ধরে ফেলছে। এবং রোজই রাজ্যের কোন না কোন জায়গাতে গাজা বহি রাজ্যে পাচারকালে আটক করছে। আজ তেলিয়ামুড়ার পুলিশ সকালে তুইসিন্ধারাই এলাকাতে গাজার খেত কেটে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বিকালে তেলিয়ামুরা মহাকুমা পুলিশ অফিসার প্রসূন কান্তি ত্রিপুরার কাছে গোপন সংবাদ আসে আগরতলা দিক থেকে মুড়ি বোঝাই একটি ছোট লরি গাজা নিয়ে খোয়াইয়ের দিকে যাবে। হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট কে সতর্ক করে দেওয়া হয়। হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে TR 01 AT 1714 নম্বরের চার চাকার মুড়ি বো ঝাই গাড়িকে সিগনাল দিলে গাড়িটি না থামিয়ে তেলিয়ে আমরা দিকে দ্রুতগতিতে চলে আসে। পরে পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে তৃষা বাড়িতে রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকাতে আটক করে এবং গাড়ি থেকে উদ্ধার করে বিপুল পরিমাণে গাজার প্যাকেট সহ আটক করে গাড়ির চালক -কে।
গাড়ির মাল পরিবহনের জায়গায় গাজা পাচারের জন্য তৈরি করা গোপন কক্ষ ভেঙ্গে ৩৪ প্যাকেট শুকনো গাজা অর্থাৎ ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাজার কালো বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষাধিক টাকা হবে বলে জানায় পুলিশ। গাড়ি চালক সুব্রত সাহা -কে আটক করে পুলিশ একটি NDPS মামলা হতে নিয়ে তদন্তে নেমেছে।।

You may also like

Leave a Comment