ধর্মনগর প্রতিনিধি।
শুক্রবার একগুচ্ছ অনুষ্ঠানের পর শনিবার সকাল থেকে অক্লান্ত ভাবে একের পর এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। শনিবার সকলে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় এর এলোমনি এসোসিয়েশনের একটি ওয়েবসাইট উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ওয়েবসাইটের মাধ্যমে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের বিভিন্ন ধরনের তথ্য এবং ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি জানা সম্ভব হবে।তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন তিনি। এই স্বাস্থ্য কেন্দ্রের স্বচ্ছতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে উচ্ছাসা প্রকাশ করেন। প্রতিটি হাসপাতাল যেন এভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখে সেদিকে দৃষ্টি দিতে বলেন। চিকিৎসা পরিষেবার এক এক করে উন্নতি হচ্ছে তবে একসাথে আকাশ থেকে হঠাৎ করে উন্নতি করে নেওয়া সম্ভব নয় বলে জানান। তবে রাজ্য সরকার তার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। উত্তর জেলা আর ডি এর নতুন ভবনের উদ্বোধন করেন। হাফলং ছড়া চা বাগানে 39 টি স্টল গরীবদের মধ্যে বন্টনের কাজ সম্পন্ন করে বিভিন্ন গ্রামের প্রধান উপপ্রধান মন্ডলের বিভিন্ন স্তরের নেতা-নেত্রী এবং লাভারথী দের নিয়ে এক সভায় মিলিত হন। সভায় তিনি জানান সময়ের সাথে কাজ করে শেষ করা যাচ্ছে না। কাজ প্রচুর হাতে তুলনামূলক সময় কম তাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে অনেক কাজ সম্পন্ন করা। রাজ্যের উন্নয়নের ধারা স্তব্ধ করে দিতে চাইছে কিছু রাজনৈতিক দল। গরিবের সরকার বলে শুধু বক্তৃতা দিয়ে দিয়ে মানুষের মান উন্নয়ন বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে দেশে এবং রাজ্যে একটা স্বচ্ছ ভাব মূর্তি সম্পন্ন সরকার বিরাজ করছে রাজ্যের মানুষের তাই অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রয়েছে। প্রতি ঘরে সুশাসন এর মাধ্যমে কম সময়ের মানুষ প্রশাসনিক সুযোগ-সুবিধা গুলি পাচ্ছে। রাস্তাঘাট ইলেকট্রিকের সমস্যা গুলি আপলোড করে সমাধান করে দেওয়া হচ্ছে। বিজেপি যেভাবে দেশকে শক্তিশালী করে তুলেছে তাতে বিশ্বে নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত একটা বিশেষ স্থানে পৌঁছে গেছে। কৃষি ক্ষেত্র শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট এসব ের অভূত পরিবর্তন হয়েছে
মানুষকে হাতে নিয়ে রাজ্য সরকার কাজ করে চলেছে। মহিলাদের স্বশত্তীকরণ করা হয়েছে। এস এস জি গ্রুপের সংখ্যা বাড়িয়ে মানুষকে বিশেষ করে মহিলাদের রোজগারের ব্যবস্থা করে স্বাবলম্বী করে দেওয়া হচ্ছে। এভাবেই রাজ্যে বিজেপি সরকার তৃণমূল স্তর থেকে শুরু করে সকলের জন্য উন্নয়নের কাজ। অব্যাহত করে চলেছে।
ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় এর এলোমনি এসোসিয়েশনের একটি ওয়েবসাইট উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী
128
previous post