বহু জানা হিতায়াএডুকেশন ট্রাস্ট এর উদ্যোগে নির্মাণ হতে যাওয়া ইন্টারন্যাশনাল বুদ্ধি ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্থ স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাব্রুম মহকুমার দুর্গানগর এলাকায়।
২৯ শে নভেম্বর বিকাল তিন ঘটিকায় সাবরুম মহকুমার দুর্গানগর এলাকায় আন্তর্জাতিক বুদ্ধিস্ট ইউনিভার্সিটি স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ কোরিয়া থেকে আগত ওয়ার্ল্ড বুদ্ধিস্ট পপ অর্গানাইজেশন এর পক্ষ থেকে ভ্যানারেবল চাইকা গাছান, ও বহু জানা হিতায়া এডুকেশন ট্রাস্ট এর চেয়ারম্যান ডঃ ধামাপিয়া, ও ৪০ সাবরুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শংকর রায় এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দেশ থেকে আগত যেমন বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আগত বুদ্ধ ধর্ম গুরুরা এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিরা। এব্যাপারে বিস্তারিত জানান বহুজনা হিতায়া এডুকেশন ট্রাস্ট এর চেয়ারম্যান ডঃ ধমাপিয়া
ইন্টারন্যাশনাল বুদ্ধি ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্থ স্থাপন
116