ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আজ অনুষ্ঠিত হয় নবীন বরণ অনুষ্ঠান। ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় দ্বিতীয়, তৃতীয় ,চতুর্থ ,পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীরা।অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা সভাধিপতি ভবতোষ দাস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ গৌতম দাস। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অতিথিরা প্রথমে অনুষ্ঠানের শুভ আরম্ভ করেন ।এরপর ছাত্র-ছাত্রীদের চন্দনের ফোঁটা এবং উপহার হিসেবে কলম, বিবেকানন্দের আদর্শ সম্বলিত পুস্তক ও মমেন্ট দিয়ে একে একে প্রত্যেককে বরণ করে নেয় ঊর্ধ্বতন বর্ষের ছাত্রছাত্রীরা। উপস্থিত অতিথি রা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ ও জ্ঞানমূলক বক্তব্য রাখেন। এরপর চলে বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠান। হল ভর্তি ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এক আরম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই মহতী অনুষ্ঠান।
114
previous post