তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের সড়ক দুর্ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে । ঘটনা আজ রবিবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাজার সংলগ্ন CNG গ্যাস স্টেশনের সামনে । উল্লেখ্য, স্কুটি ও লরির মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুছরে লরির চাকার তলায় পরে আশঙ্কাজনক অবস্থায় ২ যুবক’কে জিবি হাসপাতালে প্রেরণ । জানা গেছে দুই যুবকের নাম – শুভম দাস (অভয়নগর) ও অনিল দেববর্মা (মেলাঘর) । ঘটনার বিবরণে প্রকাশ, রবিবার দুপুর আগরতলার দিক থেকে TR 07 C 6211 নম্বরের একটি স্কুটিতে করে দুই যুবক শুভম ও অনিল তেলিয়ামুড়ার দিকে আসছিল । আর ঠিক সেই সময়েই তেলিয়ামুড়ার দিক থেকে একটি সাদা রঙের পণ্যবাহী কন্টেইনার গাড়ি যার নম্বর AS 26 C 9601 আগরতলার দিকে যাচ্ছিল । কিন্তু তেলিয়ামুড়া থানাধীন তুইসিনদ্রাই বাজার সংলগ্ন CNG গ্যাস স্টেশনের সন্নিকটে আসতেই পন্যবাহী কন্টেইনার গাড়িটির চালক আসাম আগরতলা জাতীয় সড়কের উপর হেলে থাকা গাছের মগ ডাল থেকে জাতীয় সড়কের ডানদিকে বাঁক নিতে গিয়েই অপর দিক থেকে তীব্র গতিতে ছুটে আসা আসা স্কুটি ও গাড়িটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে । স্কুটি ও গাড়ির গতি ট্রাফিক বিধির বাইরে চলে যাওয়ায় গাড়ির চালক গাড়িটিকে নিয়ন্ত্রণ করতে পারে নি । খবর দেওয়া হয় তেলিয়ামুড়া ফায়ার সার্ভিস বিভাগের কর্মীদের । খবর পেয়েই তেলিয়ামুড়া ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে গিয়ে লরির চাকার তলায় পিষ্ট হয়ে যাওয়া আশঙ্কাজনক দুই যুবক’কে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে । এইদিকে মহকুমা হাসপাতালের প্রাথমিক চিকিৎসায় ২ যুবকের হাত পা ভেঙে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক আশঙ্কা জনক অবস্থায় ২ যুবককে তরিঘরি ১০২ এম্বুলেন্স করে রাজধানীর রেফারেল জিবি হাসপাতালে প্রেরণ করে দেওয়া হয় । এইদিকে ঘটনার খবর পেয়ে পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া থানার পুলিশ বম। কিন্তু ততক্ষণে আর ঘাতক লরির চালককে আটক করা সম্ভব হয় নি । সুযোগ বুঝেই গাড়ি ফেলেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক গাড়ির চালক । পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত স্কুটি ও গাড়িটিকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে । এইদিকে নিত্যদিন ছোট বড়ো যান দুর্ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া থানার ট্রাফিক পুলিশের ব্যবস্থার খামখেয়ালিপনার দিকেও রীতিমতো আঙ্গুল তুলতে শুরু করে দিয়েছে গোটা সচেতন মহল
108