Home » রবিবার বিকেলে কাকরাবনে বিজেপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়

রবিবার বিকেলে কাকরাবনে বিজেপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়

by admin

কাঁকড়া বন ৩৩ শালগড়া বিধানসভা কেন্দ্রের অন্তরর্গত ঘরে ঘরে বিজেপি কর্মসূচিকে সামনে রেখে এবং ২০২৩ ভোট নির্বাচনকে সামনে রেখে কাকড়াবন বুকে বিশাল জনসমাবেশ অভিষেক দেবরায় নেতৃত্বে বিশাল জনসভা করা হয় ” রবিবার বিকেলে ” কাকরা বন বাজার স্থীত ভারতীয় জনতা পার্টি অফিসের সামনে থেকে শত শত বিজেপির কর্মী দের নিয়ে মিছিল করা হয় ” মিছিল টি কাকড়াবন বাজার পরিক্রমা করে ” কাকরাবন হসপিটাল চৌমুনীতে গিয়ে মিছিলটি অনুষ্ঠানিকভাবে শুরু হয় ” অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি নবদল বণিক ” কাকড়াবন ৩৩ শালগড়া বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার ” বিজেপির ডিস্ট্রিক্ট সহ-সভাপতি জিতেন মজুমদার ” ভারতীয় জনতা পার্টির এলাকার বিশিষ্ট সমাজ সেবক বাবুল দেব । ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি সমির ঘোষ ” সহ আর অনেকে কাকরা বোনের বুকে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের নিয়ে বিশাল জনসভা কারা হর । বক্তব্য রাখতে গিয়ে ডিসট্রিক সভাপতি অভিষেক দেবরায় বলেন

You may also like

Leave a Comment