কাঁকড়া বন ৩৩ শালগড়া বিধানসভা কেন্দ্রের অন্তরর্গত ঘরে ঘরে বিজেপি কর্মসূচিকে সামনে রেখে এবং ২০২৩ ভোট নির্বাচনকে সামনে রেখে কাকড়াবন বুকে বিশাল জনসমাবেশ অভিষেক দেবরায় নেতৃত্বে বিশাল জনসভা করা হয় ” রবিবার বিকেলে ” কাকরা বন বাজার স্থীত ভারতীয় জনতা পার্টি অফিসের সামনে থেকে শত শত বিজেপির কর্মী দের নিয়ে মিছিল করা হয় ” মিছিল টি কাকড়াবন বাজার পরিক্রমা করে ” কাকরাবন হসপিটাল চৌমুনীতে গিয়ে মিছিলটি অনুষ্ঠানিকভাবে শুরু হয় ” অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি নবদল বণিক ” কাকড়াবন ৩৩ শালগড়া বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার ” বিজেপির ডিস্ট্রিক্ট সহ-সভাপতি জিতেন মজুমদার ” ভারতীয় জনতা পার্টির এলাকার বিশিষ্ট সমাজ সেবক বাবুল দেব । ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি সমির ঘোষ ” সহ আর অনেকে কাকরা বোনের বুকে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের নিয়ে বিশাল জনসভা কারা হর । বক্তব্য রাখতে গিয়ে ডিসট্রিক সভাপতি অভিষেক দেবরায় বলেন
131
previous post