বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রাবারের স্মোক হাউস। ঘটনা রবিবার সন্ধ্যায় ৩০ বাগমা বিধানসভা কেন্দ্রের অধীন পশ্চিম খুপিলং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলঢেপা এলাকায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষাধিক টাকা। ঘটনাস্থলে উদয়পুর দমকল বাহিনীর কর্মীরা। ঘটনার বিবরনে জানা যায়, নলডেপা এলাকার বাসিন্দা হুমায়ুন মিঞা সপ্তাহখানেক পূর্বে নিজ বাড়িতে একটি রাবার স্মোক হাউস করেন। রবিবার পর্যন্ত প্রায় চার লক্ষাধিক টাকার রাবার সিট মজুদ ছিল স্মোক হাউজে। এদিন সন্ধ্যায় আচমকা বাড়ির লোকজন দেখতে পায় স্মোক হাউসে অগ্নি সংযোগের ঘটনা। সাথে সাথেই চিৎকার চেঁচামেচি করলে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। উদয়পুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও দমকল কর্মীরা পৌঁছার আগেই রাবার স্মোক হাউসটি আগুনের গ্রাসে সম্পূর্ণ ভষ্মীভুত হয়ে যায়। সাথে প্রায় চার লক্ষাধিক টাকার রাবার পড়ে ছাই হয়ে যায়। রাবার স্মোক হাউজে অগ্নিকাণ্ডের ঘটনায় একপ্রকার পথে বসে যায় রাবার মালিক হুমায়ুন মিঞা। গোটা ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।
123
previous post