Home » ১ কোটি ২৬লক্ষ টাকার কফ সিরাপ কাণ্ডের ধৃতদের পুলিশ রিমান্ড।।

১ কোটি ২৬লক্ষ টাকার কফ সিরাপ কাণ্ডের ধৃতদের পুলিশ রিমান্ড।।

by admin

ধর্মনগর প্রতিনিধি: বুধবার রাতে 1এক কোটি ২৬ লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ সহ দুই ব্যক্তিকে আটক করলো উত্তর জেলার পুলিশ উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রাইয়ের নেতৃত্বে।তারপর সেই ধৃত দুই ব্যক্তিকে বৃহস্পতিবারের আদালতে প্রেরণ করে পুলিশ এবং মহামান্য আদালতের কাছে সাত দিনের পুলিশ রিমান্ড চায়। তারপর আদালত সবকিছু বিচার করে যেত দুই ব্যক্তিকে তিনদিনের পুলিশি রিমান্ডের প্রদান করেন। তার সাথে দুই ধৃতরা জামিনের আবেদন করলেও সেই আবেদন খারিজ করেন আদালত। তারই সাথে নির্দেশ প্রদান করেন আগামী ১২ তারিখ যেন তাদের আবার আদালতে পেশ করা হয়। কেইস নাম্বার 2026 CRB 02 U/S 21(C)/25/29/of NDPS.

You may also like

Leave a Comment