ধর্মনগর প্রতিনিধি : অবশেষে শুরু হলো ধর্মনগরের তিন নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার কাজ ।
বিগত দুই দিন আগে তিন নম্বর ব্রিজ এলাকায় একই দিনে পরপর চারটি দুর্ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তারপর এলাকাবাসী রাতের বেলা পথ অবরোধ করেন।মুহূর্তের মধ্যেই ছোট বড় সকল ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় । পুলিশও আসে সেই অবরো স্থলে এবং পরিস্থিতি সামল দেয়। তার সাথে অবরোধ স্থলে পৌঁছান বিভিন্ন জনপ্রতিনিধিরা। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার অভিযোগ তুলে গ্রামবাসীরা নিরাপদ চলাচলের দাবি জানান। জনপ্রতিনিধিদের আশ্বাসদেন পরেরদিন থেকেই কাজ শুরু হবে। অবশেষে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। কথা ছিল পরের দিন থেকে শুরু হবে রাস্তার কাজ অবশেষে অবরোধ প্রত্যাহারের দুদিন পরই সংবাদ মাধ্যমের সামনে ধরা পড়ল দুর্ঘটনা ঘটে যাওয়া সেই জায়গাতেই শুরু হয়েছে রাস্তার মেরামতের কাজ। জনপ্রতিনিধিরা কথা দিয়েই কাজ শুরু করেছেন বলে জানান এলাকাবাসী।
অবশেষে শুরু হয়েছে রাস্তা মেরামতের কাজ।।
39