Home » দেবীপুর এডিসি ভিলেজে দূর্গা পূজাকে কেন্দ্রকরে শিমুল মিয়ার নেতৃত্বে চলছে জুয়ার রমরমা আসর।

দেবীপুর এডিসি ভিলেজে দূর্গা পূজাকে কেন্দ্রকরে শিমুল মিয়ার নেতৃত্বে চলছে জুয়ার রমরমা আসর।

by admin

শান্তির বাজার  : বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসব। এই দূর্গোৎসবে সকলে নিজ নিজ পরিবারের লোকজনদেরনিয়ে মা দূর্গাকে দেখতে যান। কিন্তু দেখাযায় শান্তির বাজার মহকুমার দেবীপুর এডিসি ভিলেজে মায়ের আরাধনার নামে জুয়ার রমরমা আসার বসানোহয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ শান্তির বাজার থানার ওসি রাজু দত্তকে ম্যানেজ করে এলাকার শিমুল মিয়া এই জুয়ার আসর বসিয়েছে। সে নিজেকে কখনো বিজেপি আবার কখনো তিপ্রা মথা দলের নেতৃত্ব বলে পরিচয় দিয়েথাকে। এলাকার প্রভাবখাটিয়ে লোকজনের মুখ বন্ধকরে শারদীয় দূর্গোৎসবকে কুলষিত করার প্রয়াস চালিয়েযাচ্ছে শিমুল এমনটাই অভিযোগ। স্থানীয় লোকজনেরা জানায় পূজাকে কেন্দ্র করে জুয়ার আসর চলবে এই জুয়া বন্ধকরারমতো কারোর ক্ষমতানেই বলে জানায় শিমুল। এলাকার স্থানীয় লোকজনেরা চাইছে দক্ষিণ জেলা মহকুমা পুলিশ আধিকারিক যেন শিমুলের বিরুদ্ধে সঠিক পদক্ষেপগ্রহনকরে। নাহলে জুয়ার প্রলোভনেপরে সর্বশান্তহয়ে পরবে বহু পরিবার। দূর্গা উৎসবের আনন্দ নিরানন্দে পরিনত হবে দেবীপুর এলাকাবাসীর কাছে। অপরদিকে কোয়াইফাং এডিসি ভিলেজেও দূর্গা পূজার নামে চলছে জুয়ার রমরমা ব্যবসা। এই পূজাতেও আগত দর্শনার্থীরা জুয়ার প্রলোভনে পরে সর্বশান্ত হয়ে ঘরে ফিরছে। এই অসামাজিক কাজের সঙ্গে যুক্ত বাইখোড়া থানার সেকেন্ড ও সি। সকলে চাইছে এই দুইটি পূজায় জুয়ার আসর বন্ধ করতে প্রসাশন যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে।

You may also like

Leave a Comment