প্রতিনিধি, উদয়পুর :- সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে উদয়পুরের অন্যতম সামাজিক সংস্থা হেল্পিং হেন্ডস সোসাইটির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীতে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রবিবার বৃক্ষে জলদান করার মাধ্যমে উদয়পুর ছাতারিয়া গ্রাম পঞ্চায়েত অধীন শিব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেগা স্বাস্থ্য শিবিরের শুভ উদ্বোধন করেন কাকরাবন শালগড়া কেন্দ্রের বিধায়ক জীতেন্দ্র মজুমদার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবীকা সবিতা নাগ, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্না দাস, ছাতারিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান স্বরূপ মজুমদার, হেল্পিং হেন্ডস সোসাইটির সভাপতি জয়দীপ পোদ্দার প্রমুখ। উদ্ভোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন হেল্পিং হেন্ডস সোসাইটির সভাপতি জয়দীপ পোদ্দার। এই স্বাস্থ্য শিবিরে গোমতী জেলা হাসপাতাল এবং ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। এদিন ছাতারিয়া, ধ্বজনগর এলাকার আট থেকে আশি সকল অংশের লোকজনেরা উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহন করেন। উল্লেখ্য, বছরের প্রতিনিয়তই নানান সামাজিক কর্মসূচি করে থাকেন হেল্পিং হেন্ডস সোসাইটির সদস্য সদস্যারা। এদিন এই স্বাস্থ্য শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন হেল্পিং হেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা প্রজ্জ্বলিকা ভৌমিক, সহ সভানেত্রী সিম্পলী মজুমদার, সম্পাদিকা রুচিরা সাহা, সহ সম্পাদক জয়ন্ত দাস, কোষাধ্যক্ষ্য শুভ্র শেখর নাগ সহ সদস্য শক্তি চক্রবর্তী, প্রসেনজিৎ দাস, সোনালী দেবনাথ, সৃজা দাস, বিপাশা চক্রবর্তী প্রমুখ।
67
previous post