ধর্মনগর প্রতিনিধি : রবিবার সকালে মুষলধারে দু-তিন ঘন্টা বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জল জমে যায়। কিছুক্ষণের মধ্যে জেলরোড ব্যতীত অন্যান্য জায়গার জল নেমে যায়। সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যার পরেও সংবাদ লেখা পর্যন্ত জেল রোড এলাকায় বাড়িঘর সহ রাস্তার উপর দিয়ে আটো সমান জল রয়েছে । কিছু কিছু স্থানে তো যত সময় যাচ্ছে ততই জল বেড়ে যাচ্ছে হতবাক এলাকাবাসী। কিছুদিন পূর্বে প্রবল দর্শনে রাজ্যের সাথে ধর্মনগর শহরে নদী সংলগ্ন এলাকা গুলি প্লাবিত হয়েছিল কিন্তু কোন বন্যা কবলে মানুষকে পড়তে হয়নি। বিভিন্ন সময় দেখা গেছে পুরো পরিষদের থেকে বিভিন্ন মাস্টারপ্লেন তৈরি করছেন কিভাবে জেলরোড এলাকাতে বৃষ্টির ফলে জল না জমে। ডজার দিয়ে অনেক ট্রেন দখল করে রাখা বাড়িঘর দোকানপাটের সামনের থেকে মাটি ও খনন করে পরিষ্কার করে দিয়ে ড্রেনের পরিধি বড় করেছেন তারপরেও জেলরোডের মানুষের দুর্দশা কমছে না। বর্তমানে সমগ্র জেলরোড বাসীএই জলের সমস্যা থেকে পরিত্রাণ চাইছে।
দু তিন ঘণ্টার বৃষ্টিতে প্লাবিত জেলরোড।
71