Home » ভারী বৃষ্টিতে উদয়পুরে বন্যার রূপ

ভারী বৃষ্টিতে উদয়পুরে বন্যার রূপ

by admin

প্রতিনিধি , উদয়পুর :- গত মঙ্গলবার ভোর রাত থেকে ব্যাপক বৃষ্টিপাত চলছে মুষলধারে। এর ফলে বুধবারও জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে গোটা গোমতীর জেলা জুড়ে। অন্যদিকে উদয়পুরেও একই অবস্থা। সুখ সাগর জলা এবং গোমতী নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে। উদয়পুরের সাথে মূল যোগাযোগ ব্যবস্থা স্থাপনকারী সুভাষ সেতুর পাশে থাকা বিভিন্ন বাড়ি ঘর গত বছর বন্যার কারণে ভেঙে গিয়েছিল কিন্তু এই বছর নদীর পাড় বাঁধানোর ফলে জলস্তর বাড়লেও নদীর জলে এবছর ভাঙতে পারেনি ছনবন এলাকা। সেই সাথে গোমতী নদীতে থাকা মহারানীতে জলের বাঁধ সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে। যা ইতিমধ্যেই নদীর জল বাড়তে শুরু করেছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসনিক আধিকারিকরা। অন্যদিকে আমাদের সংবাদ প্রতিনিধি ঘুরে দেখছে গোটা পরিস্থিতি। কোথাও তৈরি করা হয়েছে উদয়পুরের বিভিন্ন জায়গায় শরণার্থী শিবির আবার কোথাও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা উদ্ধার কারী দল চেষ্টা চালাচ্ছে যে সকল নাগরিকরা বন্যা কবলিত এলাকায় পড়েছে সেই সকল এলাকা গুলি থেকে নিরাপদে বের করে আনার জন্য। সব মিলিয়ে গত বছরের বন্যার পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে এই বছরের ভারী বৃষ্টিপাত। অন্যদিকে উদয়পুর পৌর এলাকার রাজারবাগে বিভিন্ন সব্জির জমি গোমতী নদীর জলে প্লাবিত হয়েছে। ক্ষতির সম্মুখীন কৃষকরা । পরিদর্শনে যান পৌর চেয়ারম্যান । অন্যদিকে বিজেপি জেলা সভাপতি সবিতা নাগ ও আরকেপুর মন্ডল সভাপতি সানি সাহা ঘুরে দেখেন বন্যা কবলিত বিভিন্ন এলাকা। সব মিলিয়ে গোটা উদয়পুরে বর্তমানে আবারও বন্যার রূপ ধারণ করতে চলেছে বলে মনে করছে সচেতন মহল।

You may also like

Leave a Comment