Home » কুমারঘাটের একলব্য বিদ্যালয়ে ড্রাগ এবং বাল্য বিবাহ নিয়ে সচেতনতা শিবির

কুমারঘাটের একলব্য বিদ্যালয়ে ড্রাগ এবং বাল্য বিবাহ নিয়ে সচেতনতা শিবির

by admin
  • প্রতিনিধি কৈলাসহর:-ড্রাগ মুক্ত ত্রিপুরা নির্মাণ এবং বেটি বাঁচাও বেটি পড়াও এই বিষয়কে সামনে রেখে আজ কুমারঘাটের দারচৈ স্থিত একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুলে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মুষল ধারায় বৃষ্টির মধ্যেও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠান হল ছিল কানায় কানায় পূর্ণ।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস।এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা,বিদ্যালয় পরিদর্শক বিরলা সিং কলই,একলব্য বিদ্যালয়ের প্রিন্সিপাল অরুন কুমার এবং সিডিপিও হরিপদ দেবনাথ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ প্রধান রতন দাস।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য কুমারঘাট বিদ্যালয় পরিদর্শকের তরফ থেকে ৩০টি ট্যাব তুলে দেওয়ার পাশাপাশি ক্রীড়া সামগ্রীও তুলে দেওয়া হয়েছে। এছাড়াও প্রচুর সংখ্যক মশারী বিতরন করা হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে।২০১২ সাল থেকে যাত্রা শুরু হয়েছিল ভারত সরকারের অনুমোদিত এই একলব্য বিদ্যালয়ের।যেখানে বর্তমানে ৪ শতাধিক জনজাতি ছাত্রছাত্রী নিয়মিত পড়াশোনা করছে।স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আয়রন,ফলিক এসিড ও জিঙ্ক ট্যাবলেট ইত্যাদিও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে বলে জানা যায়। মূলত এই জেলার ড্রাগ গ্রহণের তালিকায় প্রায় ৮০ শতাংশ অপ্রাপ্তবয়স্ক জনজাতি ছেলেমেয়েরা রয়েছে।তাদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া এবং নিজেদেরকে আরও বেশি সংশোধিত করার লক্ষ্য নিয়ে একলব্য বিদ্যালয়ে আজকের এই কর্মসূচি রুপায়িত হয়েছে।

You may also like

Leave a Comment