Home » আবারও চুরি সংঘটিত হল ধর্মনগরে, পুলিশের ভূমিকা নিয়ে জনমনে উঠছে প্রশ্ন ?

আবারও চুরি সংঘটিত হল ধর্মনগরে, পুলিশের ভূমিকা নিয়ে জনমনে উঠছে প্রশ্ন ?

by admin
  • ধর্মনগর প্রতিনিধি : আবারো চুরি কান্ড সংগঠিত হলো ধর্মনগরের।গতকাল দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকার বাসিন্দা যুগমায়া দে পুরকাইস্থ সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে তাঁর ননদের বাড়ি উত্তর জেলার পানিসাগর মহকুমার জলেবাসা এলাকায় গিয়েছিলেন। সেই সুবাদে গতকালরাত বাড়িতে কেউ ছিলেন না।শনিবার সকালে যুগমায়া দে পুরকাইস্থের দেয়রের মেয়ে ঘুম থেকে উঠে দেখতে পায় উনার ঘরের মূল দরজার তালা ভাঙা এবং দরজা আধখোলা অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাটি যুগমায়া দেবীকে জানানো হয়। পরে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়।খবর পেয়ে প্রায় তিন ঘণ্টা পর ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তে নামে পুলিশ, তবে খবর সংগ্রহ করা পর্যন্ত কোনো চোরকে ধরতে পারেনি ধর্মনগর থানার পুলিশ। বাড়ির মালিক যুগমায়া দে পুরকাইস্থ জানান, চোরেরা তাঁর ঘর থেকে নগদ ₹১০,০০০ টাকা, একটি সোনার চেইন, একজোড়া সোনার কানের দুল এবং একটি সোনার আংটি নিয়ে যায়।স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ধর্মনগর একের পর এক চুরির ঘটনার পরেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। অনেকেরই অভিযোগ, ধর্মনগর থানার পুলিশের নিষ্ক্রিয়তা চোরদের বাড়তি সাহস জুগিয়ে দিচ্ছে।স্থানীয়রা দাবি তুলেছেন, চুরির ঘটনায় দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেফতার করা হোক এবং এলাকায় নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হোক।

You may also like

Leave a Comment