Home » ২৪ লক্ষ টাকা উদ্ধার সঙ্গে ধৃত এক যুবক ধর্মনগর রেল স্টেশনে ।।

২৪ লক্ষ টাকা উদ্ধার সঙ্গে ধৃত এক যুবক ধর্মনগর রেল স্টেশনে ।।

by admin

প্রতিনিধি ধর্মনগর,, ধর্মনগর রেলস্টেশনে এক যুবকের কাছ থেকে প্রায় ২৪ লক্ষ টাকা উদ্ধার, বৈধ নথি না থাকায় আটক করা হলো এই যুবককে ।ঘটনার বিবরণে জানা যায়, উত্তর ত্রিপুরার ধর্মনগর রেলস্টেশনে রেলওয়ে পুলিশ কর্তৃক এক যুবকের কাছ থেকে প্রায় ২৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম রাহুল দেবনাথ।
আজ সকালে ধর্মনগর থেকে আগরতলাগামী একটি ট্রেনে অভিযান চালিয়ে জিআরপিএস পুলিশ রাহুল দেবনাথকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয় ২৩ লক্ষ ৯৮ হাজার ৯০০ টাকা। তবে এত বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের বৈধ কোনো নথিপত্র সে দেখাতে পারেনি। ফলে তাকে আটক করে বর্তমানে ধর্মনগর জিআরপিএস থানায় রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাহুল দেবনাথ পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী। তার নিজস্ব স্বর্ণের দোকান রয়েছে ধর্মনগরের ডিএল মার্কেটে। তিনি ধর্মনগরের নোয়াপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় তদন্ত শুরু করেছে জিআরপিএস, এবং প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন না করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।তবে বর্তমানে পুলিশ কি পদক্ষেপ নেয় তা দেখার অপেক্ষায় সমগ্র ধর্মনগর বাসী।

You may also like

Leave a Comment