প্রতিনিধি শান্তির বাজার : অন্যান্য বছরের ন্যায় এইবছরও তিথি অনুযায়ী বাসন্তী পূজোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মসূচি পাশাপাশি মায়ের আরাধনায় মাতোয়ারা হলেন শান্তির বাজার দেশবন্ধু ক্লাবের সদস্য। শান্তির বাজার দেশবন্ধু ক্লাব সর্বদা রক্তদান, শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক, মনুষ্য রুগীর চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা, গরিব দুস্থ মানুষের পাশে সহ ইত্যাদি নানা সামাজিক কাজ করে থাকে। শান্তিরবাজার মহাকুমা লোকজনের সুখ-দুঃখে সর্বদা পাশে থাকেন উদার মানসিকতা নিয়ে শান্তির বাজার দেশবন্ধু ক্লাব। তাই এই ক্লাবের উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এবার ৬১তম বাসন্তী পূজোর আয়োজন করা হয় শান্তির বাজার অটল স্মৃতি মার্কেটে। অপরদিকে দেশবন্ধু ক্লাবের সম্পাদক প্রবীর বরণ দাস, এবং ক্লাবের সভাপতি সত্যব্রত সাহা জানান বাসন্তী পূজোকে কেন্দ্র করে একাধিক সামাজিক কর্মসূচির পাশাপাশি শহরবাসী এবং পুজোতে আশা দশরথীদের বিনোদন দিতে রাজ্য এবং বাহির রাজ্যের বিভিন্ন তারকা শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি অষ্টমী পূজোকে কেন্দ্র করে অন্যান্য বছরের ন্যায় এই বছরও সমস্ত দর্শনার্থীদের জন্য পুষ্প ভোগের আয়োজন করা হবে। শান্তির বাজার দেশবন্ধু ক্লাবের উদ্যোগে প্রতিনিয়ত এই ধরনের সামাজিক কর্মসূচি কে কেন্দ্র করে খুশি শান্তির বাজার মহকুমা বাসী।
সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে শান্তির বাজার দেশবন্ধু ক্লাবের ৬১তম বাসন্তী পূজার আয়োজন।
95