118
- প্রতিনিধি মোহনপুর:- বামুটিয়ার তেবাড়িয়াতে নবনির্মিত বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হলো বুধবার। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের হাত ধরে উদ্বোধন হয়েছে এই বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের। পাশাপাশি এলাকার কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে বিভিন্ন কৃষি যন্ত্রাংশ। বামুটিয়া এলাকাতে বিশেষ করে ধানের বীজ প্রক্রিয়াকরণের জন্য স্থাপন করা হয়েছে একটি ইউনিট। তেবাড়িয়া এলাকায় নির্মাণ করা হয়েছে এই প্রক্রিয়াকরণ কেন্দ্র। ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে বুধবার। এছাড়াও এদিন এলাকার কৃষকদের মিনি ট্রাক্টর, পাওয়ার ওইডার, ব্রুশকাটার, স্প্রে মেশিন এবং অন্যান্য কৃষি যন্ত্রাংশ বিতরণ করা হয়েছে। কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সামগ্রিক গুলো তুলে দিয়েছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
এদিন মন্ত্রী বলেন বর্তমানে কোন কৃষক তার সন্তানকে কৃষক বানাতে চায় না। এটা তার দোষ নয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতের কৃষকদের কোন সরকার সঠিক মূল্যায়ন করেনি। বর্তমান দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দেশের কৃষক দের। এটি বিশাল পাওনা বলে মন্তব্য করেছেন মন্ত্রী। পাশাপাশি কৃষকদের আহ্বান করেছেন পরম্পরাগত কৃষির পাশাপাশি আধুনিক কৃষি ব্যবস্থার সাথে নিজেদের যুক্ত করার জন্য। যন্ত্রের ব্যবহার বৃদ্ধি করে নিজেদের কাজ কি আরো সহজ করার জন্য আহবান করলেন তিনি।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ, প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধনদাস, কৃষি দপ্তরের অধিকর্তা ফনি ভূষণ জমাতিয়া সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।